PM Kisan বছরে এবার ১২ হাজার টাকা করে পাবেন ফ্রি,কারা পাবে না দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য PM Kisan Samman Nidhi Yojana চালু করেছেন। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা প্রতি বছরে ৬০০০ টাকা করে নিজের একাউন্টে পেয়ে যাবেন। মোট ৩ টি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সূত্রের খবর অনুযায়ী, এবার মোদি সরকার কৃষকদের এই সুবিধা ডবল করার বিষয়ে ভাবনা চিন্তা করছে ৷ যদি তাই হয়, তাহলে এবার কৃষকরা বছরে ৬০০০ টাকার পরিবর্তে পেয়ে যাবেন ১২০০০ টাকা করে সরাসরি একাউন্টে৷ তবে এরকম অনেক কৃষক রয়েছেন যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ টাকা পাবেন না, আবেদন করলেও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন করার পর এর সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। দেখুন সেগুলো কি কি….

১) কৃষকের পরিবারের কোনও সদস্য যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই সুবিধা পাবে না ৷ পরিবারের সদস্য মানে স্বামী-স্ত্রী ও সন্তান যে কোনো একজন ট্যাক্স দিলেই।


২) যে সমস্ত কৃষকের কাছে নিজের নামে চাষ যোগ্য জমি নেই, তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

৩) আপনার কাছে নিজের নামে চাষ যোগ্য জমি নেই কিন্তু বাবা বা দাদুর নামে থাকে বা পরিবারের অন্যান্য সদস্যের নামে থাকে, তাহলেও এই যোজনার সুবিধা মিলবে না ৷

৪) কোনও কৃষক যদি সরকারি চাকরি করেন তাহলে এই প্রকল্পে আবেদন করলেও টাকা পাবেন না ৷

৫) রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ এই যোজনার সুবিধা পাবেন না ৷

৬) কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকার উপরে পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷

PM Kisan Samman Nidhi Online Apply:-

আপনি চাইলে খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নিচের ধাপ গুলো ফলো করুন…

১) PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে…


২) এরপর New Registration এ ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম ও আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর আপনার নাম,বাবার নাম,মোবাইল নাম্বার, একাউন্ট নাম্বার জমির পরিমান ইত্যাদি দিয়ে সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে।
৫) এরপর আপনি PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে Beneficiary Status এ ক্লিক করে স্ট্যাটাস দেখে নিতে পারবেন যে আপনার একাউন্টে টাকা আসছে কি না।

Website Link:- ক্লিক করুন