বিরোধীদের আপত্তি উপেক্ষা করে জি-রাম-জি বাস্তবায়নে রাষ্ট্রপতির সই

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মনরেগাকে সরিয়ে গ্রামীণ কর্মসংস্থানের নতুন কাঠামো চালু করতে মোদী সরকারের আনা ‘জি-রাম-জি’ বাস্তবায়নে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন এই আইনে গ্রামের কাজের ক্ষেত্রে ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন রাখা হয়েছে।  তবে একই সঙ্গে কেন্দ্রীয় আর্থিক বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশে নামানো হয়েছে।

কেন বিরোধীরা বিরোধ করছে

মনমোহন সিং সরকারের আমলে চালু হওয়া মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যা সাধারণ মানুষের কাছে ‘১০০ দিনের কাজ’ নামে পরিচিত সেই আইনি কাঠামো-নাম বাদ দিয়ে কেন্দ্র নতুন করে তৈরি করে নাম ও পরিকাঠামো।  কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে সংসদের ভেতরে ও বাইরে তীব্র প্রতিবাদে সরব হয়েছিল বিরোধীরা। তারপরও বিরোধীদের আপত্তি উপেক্ষা করে জি-রাম-জি বাস্তবায়নে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভায় ভোটের মাধ্যমে বিলটি পাশ করানো হয় গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত বিল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল’।  এবং আজ রবিবার সেই বিলে‌ রাষ্ট্রপতি স্বাক্ষর করে আইনে বাস্তবায়ন করেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।