সাজা ঘোষণার সাত বছরে ১৫ বার ফের প্যারোলে মুক্তি ধর্ষণে দোষী রাম রহিম, ৪০ দিনের জেলছাড়া

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিং ফের প্যারোলে ছাড়া পেলেন।  হরিয়ানার রোহতকের জেল থেকে ৪০দিনের প্যারোলের অনুমতি ধর্ষণে দোষী সাব্যস্ত গুরমীত রাম রহিম সিংকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত, ২০১৭ সালে হত্যা ও দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন রাম রহিম।  পঞ্চকুলা আদালত তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেয়।  সেই থেকেই জেলে বন্দি রয়েছেন তিনি।  তবে সাজা ঘোষণার পর গত সাত বছরে এই নিয়ে অন্তত ১৫ বার প্যারোলে ছাড়া পেলেন কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং।

এই মামলার আগে রাম রহিমের বিরুদ্ধে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠে ২০০৭ সালে।  তার বিরুদ্ধে মামলাও হয়। যদিও ২০০৯ সালে হরিয়ানার সিরসা আদালত এবং ২০১৪ সালে ভাতিন্ডা আদালত মামলাটি খারিজ করে দেন।

জানা গেছে, গত বছর অগস্ট মাসেও ৪০ দিনের জন্য প্যারোলে ছাড়া হয়েছিল তাঁকে।  তার আগে জানুয়ারিতে ৩০ দিনের প্যারোল এবং এপ্রিলেও ছাড়া পান রাম রহিম।  ছাড়া পাওয়ার পর সময়ের বেশির ভাগটাই তিনি কাটিয়েছেন উত্তরপ্রদেশের বাগপতের ডেরা আশ্রমে।

উল্লেখ্য, ধর্ষণ মামলার পাশাপাশি এক সাংবাদিক হত্যাকাণ্ডের মামলাতেও রাম রহিম দোষী সাব্যস্ত হন।  ২০১৯ সালে ওই মামলায় আরও তিন জনের সঙ্গে তাঁকেও অপরাধী ঘোষণা করে আদালত।

এ ধরনের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্যারোল পাওয়া খুব কঠিন হ‌ওয়ার সত্ত্বেও রাম রহিম গত সাত বছরে ১৫ বার কারাগারের বাইরে বেড়াতে চলেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।