রেশন কার্ড সংশোধন অনলাইনে নাম,ঠিকানা,জন্ম তারিখ নতুন পদ্ধতি দেখুন
রেশন কার্ড শুধুমাত্র রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়ার জন্যই বানানো হয় না। রেশন কার্ড আর পাঁচটি ডকুমেন্টস এর মতো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ভোটার কার্ড আবেদন করার সময় কিংবা আধার কার্ড আবেদন করার সময় অথবা পাসপোর্ট তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেশন কার্ড।
যদি আপনার রেশন কার্ডটির মধ্যে নাম,ঠিকানা,জন্ম তারিখ, লিঙ্গ কিংবা বাবার নাম অথবা বয়স ইত্যাদি কিছু ভুল থাকে তাহলে এখন বাড়িতে বসে অনলাইন ঠিক করে ফেলুন। রেশন কার্ড সংশোধন করার জন্য আর খাদ্য দপ্তরের অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই রেশন কার্ডটিকে ঠিক করে নিন। রেশন কার্ড সংশোধন হয়ে গেলে আপনি একটি নতুন ডিজিটাল রেশন কার্ড Speed Post এর মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসে। এছাড়াও আপনি অনলাইন থেকে সংশোধন রেশন কার্ডটি ডাউনলোড করেও নিতে পারবেন।
রেশন কার্ড সংশোধন / Ration Card Correction Online West Bengal
১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট(food.wb.gov.in) লিংক নিচে দেওয়া রয়েছে।
২) এরপর Ration Card লেখার উপরে চাপ দিন।
৩) পরবর্তী ধাপে Apply for correction in the existing ration card এই অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) লগইন করতেই আপনার সামনে আপনার পরিবারের সমস্ত ব্যক্তির নাম,রেশন কার্ড নাম্বার ইত্যাদি চলে আসবে।
৬) এরপর সেখানে থাকা From 5 এ ক্লিক করুন।
৭) পরবর্তী ধাপে কোন রেশন কার্ড হোল্ডারের নাম,বাবার নাম/ স্বামীর নাম,জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি কি ভুল রয়েছে, সেই সব ঘরে সঠিক নামের বানান বসিয়ে দিন। এরপর তাদের একটি ডকুমেন্টস আপলোড করে দিন 100KB এর মধ্যে PDF আকারে। যেই ডকুমেন্টস এ সেই ব্যক্তির নাম,ঠিকানা বা জন্ম তারিখ ঠিক রয়েছে সেই ডকুমেন্টস আপলোড করতে হবে।
৮) এরপর নিচে সঠিক ঠিকানা উল্লেখ করে দিয়ে Next এ ক্লিক করুন।
৯) পরবর্তী ধাপে সবকিছু একবার মিলিয়ে নিন,ঠিকঠাক থাকলে GET Otp তে ক্লিক করুন। রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা বসিয়ে দিয়ে Submit করুন।
১০) এরপর অবশেষে ফাইনাল সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে স্ট্যাটাস চেক করে দেখে নিন রেশন কার্ড সংশোধন হলো কিনা।
রেশন কার্ড স্ট্যাটাস চেক পদ্ধতি / Ration Card Status Check Online Bengali
১) প্রথমে আপনাকে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে।
২) এরপর সেখানে CHECK STATUS OF RATION CARD APPLICATION এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে আপনি কত নাম্বার ফরম ফিলাপ করলেন তা সিলেক্ট করুন।
৪) এরপর নিচে মোবাইল নাম্বার বসিয়ে দিন।
৫) এরপর ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সার্চ এ ক্লিক করুন।
৬) আপনার সামনে আপনার আবেদন এর স্থিতি চলে আসবে, এরপর দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে কিনা। এপ্রুভ হয়ে গেলে নতুন রেশন কার্ড পেয়ে যাবেন। এছাড়াও রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
রেশন কার্ড অনলাইন ডাউনলোড / E Ration Card Download Online / Ration Card Online Download Bengali
১) প্রথমে আপনাকে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংকটি নিচে দেওয়া রয়েছে।
২) এরপর E-RATION CARD লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click To Download e Ration Card এ ক্লিক করুন।
৪) এরপর আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন ও কেপচার কোর্ড উল্লেখ করে সার্চ এ ক্লিক করুন।
৫) এরপর নিচে আপনার রেশন কার্ড এর বিবরণ চলে আসবে, সেখানে Download E-RC তে ক্লিক করে রেশন কার্ড ডাউনলোড করে নিন।
Ration Card Official Website Link:- Click