রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন অনলাইনে 2024,নতুন পদ্ধতি দেখুন!
এখন অনলাইনে বাড়িতে বসে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা রেশন কার্ডে আগে থেকে লিংক করা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন দুইভাবে সম্ভব। প্রথমত, আপনি অনলাইনে খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কাজটি করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি চাইলে অফলাইনে নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিস কিংবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন করতে পারবেন।
রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকলে বিভিন্ন সুবিধা আপনি অনলাইন থেকে নিতে পারবেন। ধরুন আপনার রেশন কার্ডে কোনো কিছু ভুল রয়েছে, তাহলে তা আপনি অনলাইনে সংশোধন করতে পারবেন। এছাড়াও রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড কিংবা রেশন দোকান ট্রান্সফার ইত্যাদি নানান সুবিধা ঘরে বসে নিতে পারবেন।
আজকে প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি, রেশন কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন? কিংবা আপনার রেশন কার্ডে যদি আগে থেকে মোবাইল নাম্বার লিংক করা থাকে,তাহলে সেই নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার লিংক করতে পারবেন অনলাইনে।
Ration Card Mobile Number Link Online West Bengal / Ration Card Mobile Number Change West Bengal
১) প্রথমে আপনাকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Link Ration Card With Mobile এ অপশনে ক্লিক করুন।
৩) আপনি যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই রেশন কার্ড নাম্বার উল্লেখ করে Search এ ক্লিক করুন।
৪) আপনার সামনে দুটো অপশন আসবে। একটি, Link aadhar and mobile number আর অপরটি হলো Update only mobile number।
৫) আমরা যেহেতু মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা লিংক করবো, তাই Update only mobile number বক্সে ক্লিক করতে হবে।
৬) এরপর নিচে দুটি অপশন আসবে, Mobile Linked with Aadhaar Card এই বক্সে ক্লিক করুন।
৭) এরপর নিচের আধার Authentication বক্সে ক্লিক করে Send OTP তে ক্লিক করুন।
৮) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে,যে মোবাইল নাম্বার আধার কার্ডে লিংক রয়েছে।
৯) OTP উল্লেখ করে সাবমিটে ক্লিক করতেই, আধার ডিটেইলস চলে আসবে। সেখানে নাম,ঠিকানা, জন্ম তারিখ দেখা যাবে। এরপর নিচে থাকা Verify & Submit এ ক্লিক করুন।
১০) আপনার মোবাইল কিংবা কম্পিউটারের পর্দায় Do you want to change your linked mobile number নামে একটি লেখা চলে আসবে। তার নিচে থাকা Yes এ ক্লিক করুন।
১১) এরপর আপনি নতুন যে মোবাইল নাম্বার লিংক করতে চাচ্ছেন, তা উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।
১২) আপনার উল্লেখিত মোবাইল নাম্বারে OTP আসবে, তদ উল্লেখ করে সাবমিট করলে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন হয়ে যাবে।
Ration Card Mobile Number Link Online West Bengal Website:- Click
West Bengal Ration Card Website:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now