ট্রেন্ডিং খবর

rosevalleyadc: রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে অনলাইন আবেদন করুন ও কি কি ডকুমেন্টস দেখুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সুখবর! রোজভ্যালিতে টাকা রাখা আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার পালা এখন। হ্যাঁ! হাইকোর্টের নির্দেশে খোলা হল নতুন পোর্টাল, অ্যাসেট ডিসপোসাল কমিটি (ADC) এই পোর্টাল চালু করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমানতকারীরা এই পোর্টালে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের তথ্য যাচাই করে তাদের অর্থ ধাপে ধাপে পাঠিয়ে দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য www.rosevalleyadc.com এই পোর্টলে এসে অনলাইন আবেদন করতে হবে।

এখন দেখে নিন Rose Valley Refund Online Process কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আজকের প্রতিবেদনে ভালো ভাবে দেখে নিন। এছাড়াও Md 360 ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আকারে লাইভ দেখতে পারবেন Rose Valley Refund Online Apply Process।

রোজ ভ্যালির টাকা ফেরত নিত পারবে তিন ব্যাক্তি আবেদন এর মাধ্যমে। প্রথম – Investor, দ্বিতীয় – Nominee এবং তৃতীয় – Others

Investor:- এই অপশনের মানে আমানতকারি নিজেই, নিজের টাকার দাবি করে আবেদন করছে।

Nominee:- এই অপশনের মানে, আমানতকারির মৃত্যু হয়েছে এবং নমিনি যাকে করা হয়েছে, তিনি এই টাকার জন্য দাবি করে আবেদন করছে।

Others:- আর সর্বশেষ এই অপশনের অর্থ হলো, আমানতকারীর মৃত্যু হয়েছে, উত্তরাধিকারী সূত্রে পরিবারের কেউ এই টাকার দাবি জানিয়ে আবেদন করছে।

Rose Valley Refund Online Process / Rose Valley Refund Online Apply

১) প্রথমে আপনাকে www.rosevalleyadc.com এই ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Upload Certificate এ ক্লিক করুন।
৩) আবেদন ফর্মটি চলে আসবে। Investor, Nominee কিংবা Others যেকোনো একটি সিলেক্ট করুন। এরপর নিচের ধাপগুলো ফিলাপ করুন।
৪) আপনি Rose Valley এর কোন কোম্পানিতে টাকা রেখেছেন, তা সিলেক্ট করুন।
৫) এরপর নাম,বয়স, লিঙ্গ, মোবাইল নাম্বার, ঠিকানা উল্লেখ করুন।

৬) নিচের ধাপে ব্যাঙ্কের তথ্য উল্লেখ করুন। ব্যাঙ্কের নাম, শাখার নাম, শাখার নাম্বার, ব্যাংকের MICR নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের IFSC নম্বর ইত্যাদি।
৭) এরপর রোজ ভ্যালির ডকুমেন্টস দেখে দেখে উল্লেখ করুন, কবে টাকা রেখেছেন, কত টাকা, কত টাকা ফেরত পাবেন, সার্টিফিকেট নাম্বার সহ ইত্যাদি। সবকিছু উল্লেখ করার পর ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Rose Valley Refund Online Apply Documents List / Rose Valley Apply Documents List

১) Original Certificates of Investment (আমানতের আসল শংসাপত্র)।
২) Original Copy of Acknowledgement, if Certificates are submitted to the company at maturity for refund (যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেবার আসল রশিদ)
৩) Original of Identity proof (any of the followings): Pan card / Passport / Voter card / Aadhar card / Driving Licence (প্যান কার্ড / পাসপোর্ট / ভোটার কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আসল)
৪) Original of Address proof (any of the followings): Passport / Voter card / Adhar card / Driving Licence / Electric Bill / Telephone Bill / Ration card (পাসপোর্ট / ভোটার কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / লাইটের বিল / ইলেকট্রিক বিল / টেলিফোন বিল / রেশন কার্ড, যে কোনো একটি আসল)।
৫) Photocopy of the front page of Bank Pass Book (ব্যাংক পাস বুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি)
৬) Photocopy of Cheque foil / Cancelled cheque foil (বাতিল চেক অথবা চেকের ফটোকপি)

Rose Valley Refund Online Apply Link:- Apply 

Rose Valley Refund Website Link:- Click 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now

Related Articles

Back to top button