রোজ ভ্যালির (Rose Valley) আমানতকারীদের জন্য খুশির খবর। আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশেষে আসতে শুরু করলো রোজ ভ্যালির টাকা। প্রথম দফায় আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলো 10 হাজার 200 টাকা করে।
রোজ ভ্যালি কোম্পানির টাকা ফেরত পেলেন সাত হাজারেরও বেশি আমানতকারী। ইতিমধ্যেই অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসিয়াল পোর্টালে টাকা ফেরত নেওয়ার জন্য 28 লক্ষ 90 হাজার 694 জন আবেদন জানিয়েছেন। অ্যাসেট ডিসপোজাল কমিটি স্ক্রুটিনি করে আবেদন পত্র যাচাই করে প্রথম ধাপে 10 হাজার 200 টাকা করে, 7 হাজার 346 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলো।
সূত্র মারফত খবর, আমানতকারীদেরকে টাকা তুলে দিতে, অ্যাসেট ডিসপোজাল কমিটি’কে প্রথম ধাপে 19 কোটি 40 লক্ষ টাকা দিয়ছেন ED। এরপর আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই করে অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 হাজার 200 টাকা করে পাঠিয়ে দিয়েছেন। ধাপে ধাপে প্রতি মাসে অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবেন।
রোজ ভ্যালি কোম্পানির টাকা ফেরত পেতে হলে, অবশ্যই আমানতকারীদের আবেদন জানাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে, এরজন্য অ্যাসেট ডিসপোজাল কমিটি একটি পোর্টাল চালু করেছেন। ইতিমধ্যেই অ্যাসেট ডিসপোজাল কমিটির এই পোর্টালে রোজ ভ্যালির টাকা ফেরত পেতে 28 লক্ষেরও বেশি আমানতকারী আবেদন জানিয়েছেন ও তাদের আবেদন খতিয়ে দেখে, অ্যাসেট ডিসপোজাল কমিটি টাকা পাঠানোও শুরু করেছেন।
আর আপনি যদি রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করে থাকেন, তাহলে দেখে নিন বর্তমানে আপনার আবেদনের স্থিতি কি রয়েছে?
1) প্রথমে আপনাকে rosevalleyadc.com এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
2) এরপর Menu>Investors এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে আপনি আবেদন করার সময় যে সার্টিফিকেট নাম্বার উল্লেখ করেছিলেন, তা উল্লেখ করুন ও নিচে উত্তর বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
4) আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে, এরপর দেখে নিন আবেদন এপ্রুভ নাকি বাতিল নাকি পেন্ডিং এ রয়েছে বর্তমান।
5) যদি আবেদন পেন্ডিং এর থাকে,কয়েকদিন পর আবার স্ট্যাটাস চেক করে দেখে নিন।
Rose Valley Money Refund Status Check Link:- Click
Rose Valley Money Return Website:- Click