চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে প্যারামেডিক্যাল বিভাগে এ বছর মোট ৪৩৪টি শূন্যপদে নিয়োগের ঘোষণার বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) । গত শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সিং সুপারিন্টেনডেন্ট, ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড), হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-II, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II, ডায়ালাইসিস টেকনিশিয়ান, রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান( X-ray Technician)এবং ইসিজি টেকনিশিয়ান সহ মোট ৪৩৪ শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
বয়স সীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরে মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। তবে মনে রাখবে এখানে প্রত্যেক পদের জন্য আলাদা বয়স সীমা আছে। এছাড়াও SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।
আবেদনের দিনক্ষণ:
৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংশোধন করা যাবে ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত ২৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনের ফি:
ওবিসি বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করলে তার মধ্যে ৪০০ টাকা তাঁরা ফেরৎ পাবেন। তফসিলি জাতি (SC), উপজাতি(ST), মহিলা, সংখ্যালঘুদের আবেদনের ফি ২৫০ টাকা। পরে অবশ্য পুরোটাই রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২৫ সালের প্যারামেডিক্যাল নিয়োগের জন্য পদভেদে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করেছে। নার্সিং সুপারিন্টেনডেন্টের জন্য বি.এসসি নার্সিং বা জিএনএম (GNM) ডিপ্লোমা ও দুই বছরের অভিজ্ঞতা, ডায়ালাইসিস টেকনিশিয়ানের জন্য বি.এসসি ও ডায়ালাইসিস ডিপ্লোমা, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য বি.এসসি ও স্যানিটেশন ডিপ্লোমা, ফার্মাসিস্টের জন্য ১০+২ সায়েন্স ও ফার্মাসি ডিপ্লোমা, এক্স-রে রেডিওগ্রাফারের জন্য বি.এসসি বা সংশ্লিষ্ট কোর্সে ডিপ্লোমা, ইসিজি টেকনিশিয়ানের জন্য বি.এসসি ও ইসিজি ডিপ্লোমা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ১০+২ সায়েন্স ও ল্যাব টেক ডিপ্লোমা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
https://www.rrbapply.gov.in/#/auth/home
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
কোন পদে কত বেতন
নং | পদ | সপ্তম CPC-এ পে লেভেল | প্রাথমিক বেতন (রু.) | মেডিক্যাল স্ট্যান্ডার্ড | বয়স (০১-০১-২০২৬ অনুযায়ী) | মোট শূন্যপদ (সমস্ত RRB) |
---|---|---|---|---|---|---|
1 | নার্সিং সুপারিনটেনডেন্ট | 7 | 44900 | C1 | 20-40 | 272 |
2 | ডায়ালাইসিস টেকনিশিয়ান | 6 | 35400 | B1 | 20-33 | 04 |
3 | স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক (গ্রে II) | 6 | 35400 | C1 | 18-33 | 33 |
4 | ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড) | 5 | 29200 | C2 | 20-35 | 105 |
5 | রেডিওগ্রাফার-এক্স-রে টেকনিশিয়ান | 5 | 29200 | B1 | 19-33 | 04 |
6 | ইসিজি টেকনিশিয়ান | 4 | 25500 | C1 | 18-33 | 04 |
7 | ল্যাবরেটরি সহকারী (গ্রেড II) | 3 | 21700 | B1 | 18-33 | 12 |
মোট | 434 |