রুপশ্রী প্রকল্প ২৫ হাজার টাকা- আবেদন পদ্ধতি,ডকুমেন্টস,স্ট্যাটাস চেক

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রুপশ্রী নামে একটি প্রকল্প চালু করেছেন (Rupashree Prakalpa)। এই প্রকল্পের অধীনে যেসকল পরিবারের বার্ষিক আয় ১.৫০ লাখ টাকার কম তাদের মেয়ের বিবাহের সময় এককালীন ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রুপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতিঃ– রুপশ্রী প্রকল্পে আবদন করতে হয় অফলাইনে। রুপশ্রী ফর্ম সংগ্রহ করে বিয়ের আগেই তা ফিলাপ করে নিকটবর্তী BDO/SDO/KMC তে জমা করতে হয় ফর্ম ও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে ফিলাপ করতে হবে। পাত্র পাত্রীর নাম,ঠিকানা, ফটো, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ,ধর্ম, পারিবারিক ইনকাম, পাসপোর্ট সাইজের কালার ফটো, একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

রুপশ্রী প্রকল্পে আবেদন এর শর্তঃ-

১) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।

২) আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিতা হতে হবে।

৩) প্রস্তাবিত বিবাহটি তার প্রথম বিবাহ হতে হবে।

৪) প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই ২১ বছর হতে হবে।

৫) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৬) পারিবারিক বাৎসরিক আয় ১.৫০ লাখ টাকার বেশী হবে না।

৭) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

৮) ফর্মের সহিত দুই কপি পাসপোর্ট সাইজের কালার ছবি (পাত্রী ও পাত্রের) বসাতে হবে।

৯) বয়সের প্রমাণপত্রঃ মাধ্যমিকের অ্যাডমিট / জন্মের শংসাপত্র / ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড ইত্যাদির স্ব-স্বাক্ষরিত জেরক্স লাগিবে। (উভয়ের)

১০) ফর্মের সহিত বিবাহের নিমন্ত্রন কার্ড লাগিবে।

১১) অবিবাহিত ও বাৎসরিক আয়ের ঘোষনা লাগিবে।

Rupashree Form Download Link:- Download

রুপশ্রী প্রকল্পের টাকা চেকঃ- Rupashree Prakalpa Status Check

রুপশ্রী প্রকল্পে আবেদন করার কতদিন পর টাকা পাবেন তা চেক করারা জন্য…

১) Rupashree Prakalpa এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Status Check এ ক্লিক করে Application Number ও কোন সালে আবেদন করেছেন তা বসিয়ে সাবমিট করুন।
৩) এরপর নিচে সমস্ত তথ্য চলে আসবে, কবে টাকা পাবেন, আবেদন কতদূর পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে ইত্যাদি সবকিছু।

Rupashree Prakalpa Status Check Link:Check

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author