SBI e Mudra Loan অনলাইন আবেদন ৫ মিনিটে ৫০ হাজার টাকা

Published By: MD 360 NEWS | Updated:

আমরা অনেকেই আছি ব্যবসা করতে চাই,কিন্তু সমস্যা হলো টাকা পাবো কই? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এবার আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে SBI e Mudra Loan। ক্ষুদ্র, ক্ষুদ্র-মাঝারি প্রত্যেক ব্যবসায়িকে তাদের ব্যবসাকে বড়ো করার জন্য তাদেরকে দিচ্ছে SBI এই Loan টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI e Mudra Loan Apply Eligibility- SBI e Mudra লোন কারা কারা নিতে পারবেন-

১) এই লোন নিতে গেলে SBI এর একটি Saving/Current Account Number থাকতে হবে।
২) Account এ বয়স ৬ মাস কিংবা তার বেশি থাকতে হবে।
৩) ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
৪) আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডটি ব্যাংক একাউন্ট এর সাথে লিংক থাকতে হবে।
৫) ব্যবসার জন্য যেহেতু লোন দিচ্ছে তাই ব্যবসার নাম,ঠিকানা ইত্যাদি থাকতে হবে।

SBI e Mudra Loan Facility- SBI এর এই লোনটি নিলে অনেক সুবিধা রয়েছে তারমধ্যে…

১) 5 বছরের সময় থাকবে শোধ করার।
২) এখনে সর্বোচ্চো ১ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন।
৩) ১ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন আপনি Instantly এককথায় সাথে সাথে আবেদন করে পেয়ে যাবেন।
৪) ১ হাজার থেকে ৫০ হাজার টাকা লোন এর জন্য কোথাও যেতে হবে না। মোবাইল দিয়েও কয়েক মিনিটে আবেদন করে তা পেয়ে যাবেন।


৫) ৫০ হাজার কিংবা তার বেশি টাকা নিতে গেলে নিকটবর্তী SBI Bank Branch এ যেতে হবে।
৬) ন্যূনতম কোনও প্রসেসিং খরচ বা বিনা প্রসেসিং খরচেই এই লোন পাওয়া যেতে পারে।
৭) সুদের হারও অত্যন্ত কম।
৮) SBI e Mudra Loan-এ সুদের হার রয়েছে 8.40 শতাংশ থেকে 12.35 শতাংশের মধ্যে।
৯) এই লোন নিতে গেলে কোনোরকম Cibil Score ভালো খারাপ এর দরকার পরবে না।

SBI e Mudra Loan Apply Process Online Bengali:-

SBI e Mudra Loan আবেদন করা খুবই সুহজ। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

১) প্রথমে আপনাকে SBI e Mudra Loan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…
২) এরপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান।
৩) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিন।
৪) এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সেটিও ভেরিফাই করে নিন।
৫) এরপর যেই SBI Account Number এ টাকা নিতে চান তা বসিয়ে দিন।
৬) কতটাকা লেন এর দরকার তা উল্লেখ করে এগিয়ে যান।
৭) পরবর্তী পেজে ব্যবসার নাম,বিবরন, ঠিকানা উল্লেখ করে সাবমিট করলেই কাজ হয়ে যাবে। এরপর টাকা একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আরও বিশদে জানতে নিকটবর্তী SBI Bank Branch এ যোগাযোগ করুন।

SBI e Mudra Loan Website Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক