SC/ST/OBC সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড অনলাইনে দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

Cast Certificate হলো জাতিগত শংসাপত্র। কোনো ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত কি না তা প্রামান করে এই কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তিন ধরনের SC, ST & OBC। তবে OBC Certificate এর মধ্যে ২ টো ভাগ আছে OBC-A & OBC-B।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জাতিগত শংসাপত্র অন্যান্য ডকুমেন্টস এর মতো এটি বিভিন্ন স্কলারশিপ ও চাকরি ক্ষেত্রে অনেক কাজে আছে। জাতিগত শংসাপত্র আবেদন করতে হয় অনলাইনে। অনলাইনে আবেদন করার পর নিকটবর্তী B.D.O/S.D.O অফিসে জমা করতে হয়।

Cast Certificate Online Apply West Bengal:

১) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…


২) এরপর Apply For SC/ST/OBC লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যার সার্টিফিকেট আবেদন করতে চাচ্ছেন তার নাম,ঠিকানা, বাবার নাম, বয়স, আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, বংশের কারো সার্টিফিকেট থাকলে তাদের সার্টিফিকেট নাম্বার ও সম্পর্ক উল্লেখ করে এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে ও ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করতেই হয়ে যাবে। এরপর Application Recip Copy প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করলেই হয়ে যাবে।

Cast Certificate Status Check Online:-

১) প্রথমে আপনাকে জাতিগত শংসাপত্র এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর আপনাকে Application Status এ ক্লিক করতে হবে।
৩) এরপর Application Number বসিয়ে দিয়ে চেক করে নিন। আপনার কাস্ট সার্টিফিকেট নম্বার বের হয়েছে কিনা।
৪) নাম্বার চলে আসলে নিকটবর্তী B.D.O/S.D.O অফিস থেকে সাটিফিকেট সংগ্রহ করুন।

Cast Certificate Website Link:-

Link

SC/ST/OBC Certificate Download Online:-

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Digilocker App ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর ওপেন করুন আধার কার্ড নাম্বার ও নাম, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে।
৩) এরপর সার্চে ক্লিক করে West Bengal থেকে Cast Certificate Option এ আসুন।
৪) এরপর কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিন ও সাবমিট করুন।
৫) আপনার সামনে আপনার কাস্ট সার্টিফিকেট চলে আসবে।

App Download Link:-

Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক