SC/ST/OBC Certificate অনলাইন আবেদন ও কি কি ডকুমেন্টস লাগবে? বংশের আছে বা নেই,দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

জাতিগত শংসাপত্র অর্থাৎ SC/ST/OBC সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। চাকরি থেকে শুরু করে স্কলারশিপ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতিগত শংসাপত্রের ভূমিকা অপরিসীম। তাহলে, কিভাবে জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) তৈরি করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? জেনে সম্পূর্ণ বিস্তারিত আজকের প্রতিবেদনের মধ্যে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

SC/ST/OBC Certificate থাকলে কি কি সুবিধা পাওয়া যায়?

  • জাতিগত শংসাপত্র সরকারি প্রমাণ হিসাবে বিভিন্ন কাজে দরকার পরে।
  • সরকারি বিভিন্ন চাকরিতে SC/ST/OBC প্রার্থীদের জন্য আলাদা সংরক্ষণ অর্থাৎ কোটা থাকে।
  • স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আলাদা সুবিধা ও স্কলারশিপ সুবিধা পাওয়া যায়। এছাড়াও জাতিগত সার্টিফিকেট থাকলে ভর্তির ক্ষেত্রেও ফি কমাতে ছাড় পাওয়া যায়।
  • বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাস্ট রিজার্ভেশনের সুবিধা মেলে Caste Certificate থাকলে।
  • শুধু তাই নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যেমন – লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি সুবিধা পেতে কাস্ট সার্টিফিকেট এর গুরুত্ব অপরিসীম।

OBC Certificate Documents Required

OBC সার্টিফিকেট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে, বংশের মধ্যে OBC Certificate থাকলে কি কি নথি লাগবে ও বংশের মধ্যে কারো সার্টিফিকেট না থাকলে কি কি ডকুমেন্টস লাগবে – একনজরে দেখে নিন –

১) অনলাইন আবেদন করার পর, অনলাইন ডাউনলোড করা ফর্ম,

২) আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো,

৩) আবেদনকারীর রেশন কার্ড,

৪) বয়সের প্রমাণপত্র স্বরূপ আবেদনকারীর জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট,

৫) আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড (যদি থাকে),

৬) আবেদনকারীর পিতা এবং মাতার ভোটার কার্ড ও আধার কার্ড,

৭) প্রধান কিংবা চেয়ারম্যান এর কাছ থেকে জাতি (সাব কাস্ট) ও পরিবারের আয় উল্লেখ করা সংক্রান্ত একটি ইনকাম সার্টিফিকেট (৩ মাসের পুরনো নয়),

৮) বংশতালিকা (যদি বংশের কারো সার্টিফিকেট থাকে),

৯) বংশতালিকায় উল্লেখিত সমস্ত ব্যাক্তিগণের প্রমান স্বরুপ তাদের প্রত্যেক এর যে কোনো সরকারী প্রমানপত্র।যেমন – ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল ইত্যাদি এর জেরক্স দিতে হবে,

১০) যদি বংশের কারো OBC Certificate থাকে, তাহলে –
ক) যদি পিতা, নিজ ভাই, নিজ বোন অথবা নিজ বংশের কারও একজনের ও.বি.সি সার্টিফিকেট থাকে তবে তার OBC Certificate এর জেরক্স কপি জমা দিতে হবে,

খ) যার সার্টিফিকেট জমা দেবেন তার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এর জেরক্স জমা দিতে হবে,

গ) যার OBC সার্টিফিকেট জেরক্স জমা দেবেন তার নাম অবশ্যই বংশ-তালিকায় থাকতে হবে।

১১। যদি নিজ বংশে কারও একজনেরও ও.বি.সি সার্টিফিকেট না থাকে, তাহলে ১ নং থেকে ৭ নং সমস্ত নথির পাশাপাশি –

ক) সরকারি হলফনামা (এফিডেফিড) জমা দিতে হবে,

খ) পঞ্চণামা জমা দিতে হবে।

১২) যদি আবেদনকারীর পিতা, মাতা সরকারী কিংবা আধা-সরকারী অথবা শিক্ষক-শিক্ষিকা হয়, তাহলে তার নিয়োগ কর্তার থেকে মাসিক আয় সংক্রান্ত সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে,

১৩) এছাড়াও যদি পিতা কিংবা মাতা ব্যাবসায়ী হয়, তাহলে তিন বছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে,

১৪) আবেদনকারীকে নিজের অথবা পরিবারের যেকোনো সদস্যের জমির বিবরনের ক্ষেত্রে জমির খতিয়ান অথবা খাজনার রসিদ এর জেরক্স দিতে হবে,

১৫) বিবাহিত মহিলা দের ক্ষেত্রে পিতার বাৎসরীক আয় উল্লেখ করতে হবে ও সেই শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট) সার্টিফিকেট জমা দিতে হবে।

SC/ST Certificate Documents Required

SC/ST সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে – বংশের মধ্যে থাকলে কি কি ডকুমেন্টস এবং বংশের মধ্যে সার্টিফিকেট না থাকলে কি কি ডকুমেন্টস লাগবে, দেখুন –

১) অনলাইন আবেদন করার পর পাওয়া আবেদন করা ফর্ম,

২) আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট-সাইজের ফটো,

৩) আবেদনকারীর রেশন কার্ড,

৪) বয়সের প্রমাণ স্বরূপ আবেদনকারীর জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,

৫) আবেদনকারীর ভোটার কার্ড কিংবা আধার কার্ড (যদি থাকে),

৬) আবেদনকারীর পিতা এবং মাতার ভোটার কার্ড ও আধার কার্ড,

৭) প্রধান কিংবা চেয়ারম্যান এর কাছ থেকে নেওয়া জাতি (সাব কাস্ট) উল্লেখ করা সার্টিফিকেট (৩ মাসের পুরনো নয়),

৮) বংশতালিকা (বংশের মধ্যে SC/ST সার্টিফিকেট থাকলে),

৯) বংশতালিকায় উল্লেখিত ব্যাক্তিগণের প্রমান স্বরুপ তাদের প্রত্যেক এর যে কোনো সরকারী প্রমানপত্র দিতে হবে। যেমন – ভোটার কার্ড, আধার কার্ড কিংবা জমির দলিল এর জেরক্স দিতে হবে,

১০) যদি বংশের কারও একজনের এস.সি/ এস.টি সার্টিফিকেট থাকে তাহলে –
ক) যদি পিতা, নিজ ভাই, নিজ বোন অথবা নিজ বংশের কারও একজনের এস.সি/ এস.টি সার্টিফিকেট থাকে, তাহলে SC/ST সার্টিফিকেট এর জেরক্স কপি জমা দিতে হবে,

খ) যার সার্টিফিকেট জমা দেবেন তার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড জমা দিতে হবে,

গ) যার SC/ST সার্টিফিকেট জমা দেবেন তার নাম অবশ্যই বংশ তালিকায় থাকতে হবে।

১১) যদি নিজ বংশের কারও একজনেরও এস.সি/ এস.টি সার্টিফিকেট না থাকে তাহলে –
ক) সরকারি হলফনামা (এফিডেফিড) জমা দিতে হবে,

খ) পঞ্চণামা জমা দিতে হবে।

SC/ST/OBC Certificate Online Apply West Bengal

জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) এখন সহজেই অনলাইন আবেদন করতে পারবেন। এরজন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়ু,যেখান থেকে অনলাইন SC/ST/OBC সার্টিফিকেট তৈরি করার পাশাপাশি স্ট্যাটাস চেক ও অনলাইন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। দেখুন কিভাবে জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করবেন –

১) প্রথমে আপনাকে castcertificatewb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর SC/ST/OBC লেখার উপরে ক্লিক করে Apply এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে নাম, ঠিকানা, কাস্ট ইত্যাদি তথ্য সঠিক ভাবে পূরণ করে Save & Continue এ ক্লিক করুন।
৪) এরপর ইনকামের তথ্য উল্লেখ করুন ও Next করুন।
৫) এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো ও বাকি তথ্য ফিলাপ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে, আবেদন কপি পেয়ে যাবেন, তা প্রিন্ট করে উপরে উল্লেখিত নথি সহকারে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা SDO অফিসে জমা করুন।
৭) এরপর আবারও পোর্টাল থেকে Status চেক করার পাশাপাশি, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Caste Certificate Official Website Link:- Click

SC/ST/OBC Certificate Status Check Link:- Click

SC/ST/OBC Certificate Download Link:- Download Now