চাকরি

Siliguri Job 2025: শিলিগুড়ি পৌরসভা থেকে নতুন চাকরি,বেতন ১৬ হাজার ৫০০ টাকা মাসে! দেখুন আবেদন পদ্ধতি?

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, দেখুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

শিলিগুড়ি পৌরসভা থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, এস-এ-ই (সিভিল) পদে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে ও আবেদন পদ্ধতি কি রয়েছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার হলো 545 Estt./SMS। সেখানে বলা হয়, শিলিগুড়ি পৌরসভা থেকে চুক্তিভিত্তিক ভাবে এস-এ-ই (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নামঃ– শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে এস-এ-ই (সিভিল) পদে।

বয়সঃ– এস-এ-ই (সিভিল) পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী হিসেব করে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতনঃ– এস-এ-ই (সিভিল) পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে ১৬ হাজার ৫০০ টাকা করে।

শিক্ষাগত যোগ্যতাঃ– এস-এ-ই (সিভিল) পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য সমস্যা ডকুমেন্টস ও একটি BIO Data তৈরি করে একটি মুখবন্ধ খামে ভরিয়ে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় ও খামের উপরে লিখতে হবে পোস্টের নাম — ““APPLICATION FOR THE POST………………..”।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– To,The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist -Darjeeling, Pin-734001
আবেদনের শেষ তারিখঃ- ১৪/০১/২০২৫ বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।

Notification Download Link:- Click
Telegram Channel Link:- Join Click 

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button