টেক টিপস

রাজ্যে প্রথম চালু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, অনলাইন আবেদন ও সুবিধা দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গে এই প্রথম চালু করা হলো ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড (Driving Licence Smart Card)। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এখন আপনারা অনলাইন থেকেই আবেদন করতে পারবেন। এটি উন্নত মানের একটি স্মার্ট কার্ড। এই কার্ডে থাকছে গাড়ির যাবতীয় তথ্য। শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত জুড়ে বৈধ থাকবে এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর ট্রায়াল দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্পিড পোস্ট বা বাই পোস্টে উপভোক্তার বাড়িতে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি চলে আসবে। যারা আগে বানিয়ে নিয়েছে তারা এই কার্ডটি ২০০ টাকা দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন, সেকথাও এদিন পরিবহন মন্ত্রী জানিয়ে দেন। পরিবহন মন্ত্রী জানান, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এর মধ্যে মধ্যে থাকছে বিশেষ একধরনের কিউবার কোড ও চিপ।

কিভাবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স অনলাইনে অর্ডার করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। How To Apply Driving Licence Smart Card Online West Bengal | Smart Card Driving Licence Online Apply West Bengal

১) প্রথমে আপনাকে parivahan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Online Services >Driving License Related Services এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতেই হোম পেজ চলে আসবে।
৪) এখানে বিভিন্ন অপশন দেখতে পাওয়া যাবে,তার মধ্যে থাকা DL Services (Replace of DL/Others) এই লেখার উপরে ক্লিক করুন।
৫) পরবর্তী ধাপে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে Get DL Details এ ক্লিক করুন।


৬) এরপর আপনার RTO Office সিলেক্ট করে Next করুন।
৭) পরবর্তী পেজে Replacement Of DL সিলেক্ট করে Proceed এ ক্লিক করুন।
৮) এরপর আপনাকে আপনার পুরাতন ড্রাইভিং লাইসেন্স টি 500KB এর মধ্যে PDF/JPG/JPEG ফরমেটে আপলোড করতে হবে।
৯) পরবর্তী ধাপে আপনাকে Smart Driving Licence পাওয়ার জন্য 200 টাকা ও চার্জ আলাদা মোট ২৪০ টাকা পেমেন্ট করতে হবে।
১০) পেমেন্ট হয়ে গেলে রিসিভ কপি পেয়ে যাবেন, এরপর কয়েকদিন এর মধ্যে বাড়িতে Smart Card Driving Licence চলে আসবে।

Smart Card Driving Licence Online Apply:-

Link

Related Articles

Back to top button