SSC MTS ও হাভালদার নিয়োগে বড় আপডেট! বেড়ে গেল শূন্যপদ, SSC MTS 2025 Vacancies Released

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে SSC (Staff Selection Commission) প্রকাশ করল ২০২৫ সালের Multi Tasking Staff (MTS) এবং Havaldar পদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য ৪,৩৭৫টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে, হাভালদার( Havaldar) পদের শূন্যপদ বাড়িয়ে করা হয়েছে ১,০৮৯টি, যা আগে ছিল ১,০৭৫। অর্থাৎ নতুন করে ১৪টি পদ সংখ্যা বাড়িয়েছে।

২৪ জুলাই এস এস সি এম টি এস ( SSS MTS 2025) এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আর নতুন করে কোনো আবেদনকারী আবেদন করতে পারবে না।

আগামীকাল, ২৯ জুলাই ২০২৫ থেকে MTS পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ার সংশোধনের লিঙ্ক চালু করবে। সংশোধনের শেষ তারিখ ৩১ জুলাই। নিয়োগ সংশোধনে প্রথমবার ২০০ টাকা ও দ্বিতীয়বার ৫০০ টাকা ফি দিতে হবে। শুধুমাত্র পূর্বে নিয়োগকারী প্রার্থীরাই এই সুবিধা পাবেন।

এবছর SSS MTS পরীক্ষা শুরু ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
পরীক্ষাটি দুটি সেশনে (Two Sessions) অনুষ্ঠিত হবে,


Session-I এ থাকবে
• গণিত (Numerical Ability)
• যুক্তি (Reasoning Ability)
আর Session-II এ থাকবে,
• সাধারণ জ্ঞান (General Awareness)
• ইংরেজি ভাষা (English Language & Comprehension)।
SSC MTS পরীক্ষাটি Computer Based Test (CBT) পদ্ধতিতে। অর্থাৎ পরীক্ষার্থীরা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটি দিবে।