প্রকল্প

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কত নাম্বার ফর্ম ফিলাপ করতে হবে ও কি কি ডকুমেন্টস?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30শে ডিসেম্বর 2016 সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পটি চালু করেন।এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তার পরিবারকে প্রতি বছরে ৫ লাখ টাকা করে দেওয়া হয় চিকিৎসা করার জন্য।আর এই খরচ সম্পূর্ণ রাজ্য সরকার বহন করে থাকে।এই কার্ডটি কাগজবিহীন, ক্যাশলেস এবং স্মার্ট কার্ড ভিত্তিক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য সাথী প্রকল্পের মোট ৪টি ফর্ম রয়েছে। Swasthya Sathi From A / Swasthya Sathi From B / Swasthya Sathi From C / Swasthya Sathi From D। স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম A কিংবা B ফিলাপ করতে হবে। আর স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে থাকা নামের বানান সংশোধন করার জন্য ফর্ম C ফিলাপ করতে হবে। আর কার্ডের মধ্যে থাকা উপভোক্তার নাম, কার্ড থেকে ডিলিট করতে ফর্ম D ফিলাপ করতে হবে।

স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে কিভাবে নাম নথিভুক্ত করবেন, কি কি ডকুমেন্টস লাগবে? কাদের জন্য কোন ফর্ম ফিলাপ করতে হবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Swasthya Sathi Card From A Fill Up West Bengal :- স্বাস্থ্য সাথী ফর্ম A তাদের জন্য, যাদের পরিবারে অলরেডি স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে কিন্তু কিছু সদস্যের নাম কার্ডে এখনো উঠেনি, তাদের নাম কার্ডে যুক্ত করার জন্য ফর্ম A ফিলাপ করতে হবে।

Swasthya Sathi Card From A fill Up:-
১) প্রথমে নিচে দেওয়া আবেদন ফর্ম ডাউনলোড লিংক থেকে, ফর্মটি ডাউনলোড করে নিন ও প্রিন্ট করুন। কিংবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে থেকে Swasthya Sathi From A সংগ্রহ করুন।


২) এরপর জেলা,ব্লক,গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ডের নাম ইত্যাদি লিখে দিন, ফর্মে উল্লেখিত নির্দিষ্ট বক্সে।
২) এরপর নিচে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার উল্লেখ করুন URN Number এর বক্সে।
৩) এরপর কার কার নাম যুক্ত করতে চান স্বাস্থ্য সাথী কার্ডে, তাদের নাম এক এক করে লিখে দিন এবং বয়স,লিঙ্গ,সম্পর্ক, আধার কার্ড নাম্বার ও ডিজিটাল রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন।
৪) এরপর নিচে Beneficiary Signature এর ঘরে সিগনেচার করুন ও ফর্মের সঙ্গে ডকুমেন্টস একসাথে করে নির্দিষ্ট দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

Swasthya Sathi From A Fill Up Documents:-
১) স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স।
২) আবেদনকারীর আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স।
৩) আবেদন ফর্মটি।

Swasthya Sathi From A Download:Link

Swasthya Sathi Card From B Fill Up:- স্বাস্থ্য সাথী ফর্ম B তাদের জন্য, যাদের পরিবারে এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড হয়নি। একদম নতুন পরিবার,পরিবারের কোনো সদস্য স্বাস্থ্য সাথী কার্ড পায়নি, তাহলে ফর্ম B ফিলাপ করতে হবে।

Swasthya Sathi From B Fill Up West Bengal
১) প্রথমে আপনাকে ফর্ম B নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে।কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম B সংগ্রহ করতে হবে।


২) এরপর নির্দিষ্ট জায়গায় ঠিকানা উল্লেখ করুন।
৩) Beneficiary নামের জায়গায় স্বামী বা স্ত্রীর নাম ও বাবার নাম উল্লেখ করুন।
৪) এরপর নিচে পর পর পরিবারের সকল ব্যাক্তির নাম,বয়স,লিঙ্গ,আধার কার্ড,রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন।
৫) এরপর নিচে Beneficiary Signature এ,আবেদনকারীর সিগনেচার করতে হবে। এরপর ডকুমেন্টস সহকারে ফর্ম B, নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুLink

Swasthya Sathi From B Fill Up Documents:-
১) আবেদন ফর্ম।
২) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স।
৩) আবেদনকারীর রেশন কার্ডের জেরক্স।

Swasthya Sathi From B Download:- Link

Swasthya Sathi From C Fill Up:- স্বাস্থ্য সাথী ফরম C তাদের জন্য, যাদের কার্ডের মধ্যে নাম বা অন্য কিছু ভুল রয়েছে। তা সংশোধন করার জন্য Swasthya Sathi From C Fill Up করতে হবে।

Swasthya Sathi From C Fill Up:- 

১) প্রথমে আপনাকে নিচে দেওয়া Download Link থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।কিংবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম C সংগ্রহ করুন।

২) এরপর ফর্মে উল্লেখিতে নির্দিষ্ট জায়গায় ঠিকানা উল্লেখ করুন।

৩) এরপর কার্ডের(URN Number) নাম্বার উল্লেখ করুন।

৪) এরপর কার্ডের মধ্যে কাদের কাদের নাম ভুল রয়েছে, নিচে ১ থেকে ১০ নাম্বার বক্সে তাদের সঠিক নাম,বয়স,লিঙ্গ উল্লেখ করুন।

৫) এরপর আবেদবকারীর নামের পাশে আধার কার্ড ও রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন।

৬) নিচে আবেদনকারীর সিগনেচার বা বুড়ো আঙুলের ছাপ দিয়ে,ডকুমেন্টস সহকারে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

Swasthya Sathi From C Fill Up Documents:- 

১) আবেদন ফর্ম।

২) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স।

৩) আবেদনকারীর রেশন কার্ডের জেরক্স।

৪) স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স।

Swasthya Sathi From C Download:- Link

Swasthya Sathi From D Fill Up:- স্বাস্থ্য সাথী ফর্ম D তাদের জন্য, যারা স্বাস্থ্য সাথী কার্ড থেকে নাম ডিলিট করতে চায় কিংবা স্বাস্থ্য সাথী কার্ড ডিলিট করতে চায়। তাদের জন্য স্বাস্থ্য সাথী ফর্ম D।

Swasthya Sathi From D Fill Up:- 

১) প্রথমে আপনাকে নিচে দেওয়া Download Link থেকে স্বাস্থ্য সাথী ফর্ম D ডাউনলোড করে নিন।কিংবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করুন।

২) এরপর ফর্মে উল্লেখিত নির্দিষ্ট জায়গায় ঠিকানা উল্লেখ করুন।

৩) এরপর URN Number অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার উল্লেখ করুন।

৪) এরপর নিচের বক্সে কাদের কাদের নাম কার্ড থেকে রিমুভ করতে চান।তাদের নাম, বয়স, লিঙ্গ, আধার কার্ড নাম্বার ও ডিজিটাল রেশন কার্ড নাম্বার উল্লেখ করুন।

৫) নিচে ডানদিকে Beneficiary Signature এ আবেদনকারীর সিগনেচার না বুড়ো আঙুলের ছাপ দিয়ে ডকুমেন্টস সহকারে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

Swasthya Sathi From D Fill Up Documents:- 

১) স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স।

২) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স।

৩) আবেদনকারীর রেশন কার্ডের জেরক্স।

৪) আবেদন ফর্ম।

Swasthya Sathi From D Download:- Link

Swasthya Sathi Website Link:- Click 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

 

Related Articles

Back to top button