স্বাস্থ্য সাথী কার্ডের ৫ লক্ষ টাকা খরচ করার পদ্ধতি দেখুন?
30শে ডিসেম্বর 2016 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই স্কিমটি অর্থাৎ স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিলেন।
স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা গুলি হলোঃ-
১) প্রতি বছরে ৫ লাখ টাকা করে পরিবার পিছু চিকিৎসার সুবিধা।
২) কাগজবিহীন, ক্যাশলেস, স্মার্ট কার্ড ভিত্তিক এই কার্ডটি।
৩) পূর্ব থেকে বিদ্যমান সমস্ত রোগের চিকিৎসা বিনামূল্যে এই কার্ডে করা হয়।
৪) পরিবারের আকারের উপর কোন ক্যাপ নেই এবং স্বামী / স্ত্রী উভয়ের পিতামাতা অন্তর্ভুক্ত। পরিবারের সকল নির্ভরশীল শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরও আওতাভুক্ত করা হয়েছে।
৫) পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে এবং সুবিধাভোগীর কাছ থেকে কোন টাকা নেওয়া হয় না।
স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে কতটাকা রয়েছে কিভাবে চেক করবেনঃ-
১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Swasthya Sathi App টি ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর App টি ওপেন করে URN Verification এ ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে জেলার নাম ও কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে সার্চ করে দেখে নিন,কার্ডে কাদের কাদের নাম রয়েছে।
৪) এরপর নিচে View Balance এ ক্লিক করে টাকা চেক করে দেখে নিন।
৫) এই টাকা আপনি চিকিৎসা ক্ষেত্রেই খরচ করতে পারবেন।
Swasthya Sathi Card App Download Link:- ডাউনলোড
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে যোগাযোগ করুনঃ- ✆ 1800 345 5384