TAFCOP Portal Mobile Number Check: আমার নামে কয়টি সিম তোলা আছে কিভাবে বুঝবো, দেখুন?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার আধার কার্ড নম্বর ব্যবহার করে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে, তা এখন খুব সহজেই মোবাইল ফোন দিয়েই জানা সম্ভব।  চাইলে আপনার নামে থাকা অচেনা বা অজানা মোবাইল নম্বর ব্লক কিংবা রিপোর্ট করে বন্ধও করতে পারবেন।  আপনার অজান্তে কেউ যদি আপনার আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড তুলে নেয় এবং তা অবৈধ কাজে ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে আপনি বড়সড় আইনি ঝামেলায় পড়তে পারেন।  তাই সময় থাকতে এখনই চেক করে নেওয়া জরুরি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একজন ব্যক্তির নামে অর্থাৎ একটি আধার কার্ড নম্বর দিয়ে সর্বোচ্চ ৯টি সিম কার্ড তোলা ও ব্যবহার করা যায়।  তবে জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে এই সীমা কমিয়ে ৬টি সিম কার্ড নির্ধারণ করা হয়েছে।

যদি এই নির্ধারিত সীমার বেশি সিম কার্ড আপনার নামে সক্রিয় থাকে অথবা অন্য কেউ আপনার আধার ব্যবহার করে সিম কার্ড তুলে থাকে, তাহলে TAFCOP পোর্টালের মাধ্যমে আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত সিম কার্ডের তালিকা দেখতে পারবেন।  এখান থেকেই অব্যবহৃত, হারিয়ে যাওয়া বা সন্দেহজনক নম্বরগুলো বন্ধ করার জন্য রিপোর্ট করা যাবে।

আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হবে, কীভাবে অনলাইনে মোবাইল ফোন ব্যবহার করে আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে তা চেক করবেন।  এর পাশাপাশি অব্যবহৃত বা সন্দেহজনক সিম কার্ড বন্ধ করার জন্য রিপোর্ট করবেন।  TAFCOP Sanchar Saathi পোর্টালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত সিম কার্ড বন্ধের জন্য পোর্টালে মোট ৩ কোটি ৩৪ লক্ষ ৮ হাজার ৭২৫টি অভিযোগ জমা পড়েছে।  এর মধ্যে টেলিযোগাযোগ বিভাগের (DoT) পক্ষ থেকে ২ কোটি ৬৯ লক্ষ ৫৮ হাজার ৮১টি অভিযোগ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।

আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোল হয়েছে চেক করুন – Know Mobile Connection In Your Name

১) সর্বপ্রথম আপনাকে TAFCOP Sanchar Saathi পোর্টালে আসতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে লিংকটি দেওয়া হয়েছে, নিচের লিংকে ক্লিক করলেই সরাসরি TAFCOP Sanchar Saathi অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Know Mobile Connection In Your Name এর নিচে আপনার চালু মোবাইল নম্বর বসিয়ে দিন, এরপর ক্যাপচার কোর্ড নিচে উল্লেখ করে Validate Captcha এ ক্লিক করুন।

৩) আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP আসবে, তা বসিয়ে দিয়ে লগইন করুন। মনে রাখবেন, আপনার নামে অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে তোল সিম কার্ড নম্বর দিয়েই লগইন করুন।

৪) এরপর আপনার নামে অর্থাৎ আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে, তা দেখতে পারবেন।  এখন সেখানে ৩টি অপশন দেখতে পারবেন Not My Number (আমার নম্বর নয়), Not Required (প্রয়োজন নেই) ও Required (প্রয়োজনীয়)।

৫) যেসমস্ত নম্বর বর্তমানে আপনার কাছে নেই কিংবা পরিবারের কারো কাছে নেই, তা দেখে নিন।  এখন সন্দেহ যুক্ত নম্বর এর পাশে বক্সে টিক মার্ক করুন ও Not My Number এ ক্লিক করে রিপোর্ট করুন।  আর যেই নম্বর গুলো আপনার কাছে রয়েছে সেগুলো বক্সে টিক মার্ক কিংবা Required করতে চাইলে করতে পারেন কিংবা না করলেও কোনো সমস্যা নেই। 

৬) এরপর আবারও TAFCOP Sanchar Saathi পোর্টালে এসে মোবাইল নাম্বার বসিয়ে লগইন করে, রিপোর্ট করার পর পাওয়া Request Number উল্লেখ করে Track এ ক্লিক করে জানতে পারবেন, নম্বর বন্ধ করা হয়েছে কিনা।

TAFCOP Poratl Mobile Number Check Website Link: Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।