Taruner Swapno Prakalpa 2025: তরুণের স্বপ্ন প্রকল্পে স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা না পেলে দেখুন তাড়াতাড়ি!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের স্মার্টফোন (Smartphone Buy) কেনার জন্য সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে থাকেন। ২০২৫ শিক্ষারত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে এখন পর্যন্ত ৫৩ লক্ষ শিক্ষার্থী বিনামূল্যে স্মার্টফোন পেয়েছেন। আর এর জন্য ৫,৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তরুণের স্বপ্ন (Taruner Swapno) প্রকল্পের মাধ্যমে – সরকারি প্রতিষ্ঠানে পাঠরত একাদশ, দ্বাদশ শ্রেণী, আইটিআই, পলিটেকনিক অথবা স্নাতক কোর্সেরর যোগ্য শিক্ষার্থীরা এককালীন ট্যাবলেট কিংবা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে পেয়ে থাকেন। ইতিমধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে, কিন্তু যেসকল শিক্ষার্থী এখনো আধার ভেরিফিকেশন সম্পন্ন করেননি, তাদের দ্রুত আধার OTP ভেরিফাই সম্পন্ন করতে হবে।

তরুণের স্বপ্ন” প্রকল্পের মূল উদ্দেশ্য:-

1. ডিজিটাল পড়াশোনার সুযোগ – ছাত্রছাত্রীরা যাতে কম্পিউটার, ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা শিখতে পারে।

2. প্রযুক্তির সাথে পরিচয় – শুধু বই না, বরং প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষায় সুবিধা হবে।

3. অনলাইন ক্লাস ও লেকচার দেখা যাবে – পড়ুয়ারা বাড়িতে বসে অনলাইনে শিক্ষক-শিক্ষিকার ক্লাস করতে পারবেন।

4. ডিজিটাল লাইব্রেরি ও স্টাডি মেটেরিয়াল – বই, নোটস, প্রশ্নপত্র ইত্যাদি স্মার্টফোন ব্যবহার করে সহজেই অনলাইন থেকে খুঁজে বের করে নিতে পারবে।

5. সমান সুযোগ – গ্রামের বা শহরের, সব ছাত্রছাত্রী একইভাবে প্রযুক্তির সুবিধা নিতে পারবে।

6. ভবিষ্যতের জন্য প্রস্তুতি – আধুনিক যুগে প্রতিযোগিতা বাড়ছে, তাই ছাত্রছাত্রীরা চাকরি ও উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবে। এরকম নানান সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকে।

তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। যাতে যোগ্য শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) এ Taruner Swapno প্রকল্পের ১০ হাজার টাকা জমা হয়, এরজন্য কয়েকটি ধাপ ফলো করতে হবে পড়ুয়াদের। আধার OTP যাচাই করে সার্টিফিকেট ডাউনলোড করে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে জমা করলে ১৫ কর্মদিবসের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে দেখুন কিভাবে Taruner Swapno Self Declaration এবং Aadhaar OTP Verify সম্পন্ন করবেন।

Taruner Swapno Certificate Download / Taruner Swapno Aadhaar OTP Verify Online West Bengal

১) প্রথমে আপনাকে Taruner Swapno প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি তরুণের স্বপ্ন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) তরুণের স্বপ্ন প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসার পর Apply Now কিংবা Student Log In এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Student Code (Banglar Shiksha ID) অর্থাৎ বাংলার শিক্ষা আইডি উল্লেখ করে দিন। এছাড়াও রেজিস্ট্রার মোবাইল নাম্বার তরুণের স্বপ্ন প্রকল্প থেকে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হয়েছে, সেই লিংকে ক্লিক করলেও সরাসরি এখানে আসতে পারবেন। এরপর বাংলার শিক্ষা আইডি দেখতে পারবেন।

৪) বাংলার শিক্ষা আইডি উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন, আবেদন করার সময় উল্লেখিত মোবাইল নাম্বারে OTP আসবে। এরপর OTP উল্লেখ করে Log In করুন।

৫) এরপর পরবর্তী পেজে শিক্ষার্থীর তথ্য চলে আসবে। সেখানে নাম, স্কুলের নাম, অভিভাবকের তথ্য থেকে শুরু করে ব্যাঙ্কের তথ্য দেখতে পারবেন। সবকিছু ঠিক থাকলে, নিচে Your Response থেকে I Accept The Declaration এ ক্লিক করে Continue এ ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে আধার ভেরিফিকেশন (Aadhaar Verification) সম্পন্ন করতে হবে। নিচে দেখতে পারবেন আপনার ১২ সংখ্যার আধার কার্ড নাম্বার ও নিচে থাকা Send OTP তে ক্লিক করুন।

৭) এরপর আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে OTP চলে আসবে, এখন OTP উল্লেখ করে Verify OTP তে ক্লিক করুন।

৮) ওটিপি যাচাই সম্পন্ন হয়ে গেলে সার্টিফিকেট ডাউনলোড (Certificate Download) লেখা দেখতে পারবেন। এখন Download Certificate এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে জমা করলেই ১৫ দিনের মধ্যে (Working Days) টাকা Bank Account এ Credit হয়ে যাবে।

তরুণের স্বপ্ন (Taruner Swapno) অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃক্লিক করুন

Taruner Swapno – তরুণের স্বপ্ন Aadhaar Verification & Self Declaration Certificate Download Link:- Click Now