Times Higher Education World University 2026: টাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০-তে ঠাঁই নেই ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের রেসে এখনও পেছনে এবং উচ্চশিক্ষার করুণ অবস্থা ফের বেআব্রু হয়ে পড়ল। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন (THE), গতকাল যে তালিকা প্রকাশ করেছে, যেখানে এ বছরও শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টানা দশম বছরের মতো প্রথম স্থান ধরে রেখেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। তাতে প্রথম ১০০-র মধ্যে স্থান পায়নি ভারতের একটি প্রতিষ্ঠানও।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

এছাড়া ভারতের মধ্যে সেরা অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc), যার অবস্থান ২০১–২৫০ র‍্যাঙ্ক । দ্বিতীয় স্থানে রয়েছে সাভীথা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস (৩৫১–৪০০)।

ভারতের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিচে দেখুন—

  1. ২০১–২৫০ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc)
  2. ৩৫১–৪০০ সাভীথা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস
  3. ৪০১–৫০০ জামিয়া মিলিয়া ইসলামিয়া
  4. ৪০১–৫০০ স্কুলিনী ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস
  5. ৫০১–৬০০ বারানাস হিন্দু বিশ্ববিদ্যালয়
  6. ৫০১–৬০০ আইআইটি ইন্দোর
  7. ৫০১–৬০০ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি
  8. ৫০১–৬০০ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়
  9. ৫০১–৬০০ ইউপিইএস (UPES)
  10. ৬০১–৮০০ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় , মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০২- ১২০০ এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ১৫০২ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যামিটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১৫০১।

প্রসঙ্গত, ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE) বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিংয়ে ভারত মোট ১২৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে। এবং ভারত যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে উঠে এসেছে।

এছাড়াও এই র‍্যাঙ্কিং করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান,শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে।