New Aadhaar App 2026 Download: নতুন আধার অ্যাপ চালু করলো UIDAI, বাড়িতে বসে এখব সব আপডেট? দেখুন কি কি সুবিধা পাবেন অনলাইনে!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

UIDAI চালু করল নতুন আধার অ্যাপ! মোবাইল নম্বর বদল, ঠিকানা সংশোধনসহ আধার সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে এবার এক অ্যাপেই।  এখন থেকে এই সকল সুবিধা নিতে আধারধারীদের যেতে হবে না আধার সেন্টার কিংবা পোস্ট অফিসে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন আধার অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ চালু করা হলো।  প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড (Download) করে আধার নতুন অ্যাপের (New Aadhaar App) সুবিধা নেওয়া যাবে।  UIDAI এর তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২৮শে ফেব্রুয়ারি নতুন আধার অ্যাপের সম্পূর্ণ সংস্করণ চালু করা হবে।  এবার সেই কথা মতো আনুষ্ঠানিক ভাবে UIDAI এর তরথ থেকে ২৮  ফেব্রুয়ারি লঞ্চ করা হলো নতুন আধার অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ।

নতুন আধার অ্যাপ থেকে এখন বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট কিংবা লিংক করার পাশাপাশি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন ও নানান সুবিধা পাওয়া যাবে।  এরজন্য আর এখন যেতে হবে না আধার সেভা কেন্দ্রে।  বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই আধার কার্ডের প্রায় যাবতীয় কাজ করা যাবে আধারের নতুন আধার অ্যাপ (New Aadhaar App 2026) থেকে।

আধার নতুন অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন – How To Download Aadhaar New App 2026

১) সর্বপ্রথম স্মার্টফোনের প্লে স্টোর কিংবা iPhone এর অ্যাপ স্টোরে আসুন। এখন সার্চ করুন Aadhaar লিখে। এছাড়াও নিচে সরাসরি আধার নতুন অ্যাপ ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও আধার নতুন অ্যাপ ডাউনলোড (Aadhaar New App Download 2026) করতে পারবেন।

২) আধার অ্যাপটি (Aadhaar App) ডাউনলোড করার পূর্বে অবশ্যই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দেখে ডাউনলোড করুন।

৩) Aadhaar App Download হয়ে গেলে App টি খুলুন ও পারমিশন গুলো Allow / Accept করুন।

৪) এরপর আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও যে কোনো একটি মোবাইল নম্বর, যা স্মার্টফোন কিংবা iPhone এ ইতিমধ্যেই সিম কার্ড লাগানো রয়েছে, সেই সিম কার্ড সিলেক্ট করে SMS ভেরিফাই করুন।   

৫) এরপর একটি পছন্দমতো পিন উল্লেখ করুন, এই পিন কোড টি আধার অ্যাপ ওপেন করার সময় করে উল্লেখ করতে হবে।

৬) এখন Aadhaar App এর মধ্যে নিচে থাকা সার্ভিস (Service) অপশনে ক্লিক করে, আধার কার্ডের প্রায় যাবতীয় কাজ অনলাইনে বাড়িতে বসে ঠিক করতে পারবেন।

নতুন আধার অ্যাপে কি কি পরিষেবা মিলবে? New Aadhaar App Benefit 2026

UIDAI এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন আধার অ্যাপ থেকে এখন যতবার ইচ্ছে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন। শুধু তাই নয়, আধার অ্যাপ থেকে এখন ঠিকানা পরিবর্তন ও করতে পারবেন। আধারধারীরা আধার নতুন অ্যাপে ফেস অথেন্টিকেশন পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সুবিধা পাবেন। এছাড়াও এই আধার নতুন অ্যাপে সর্বোচ্চ ৫ জন পরিবারের সদস্যের আধারের তথ্য যুক্ত করতে পারবেন। UIDAI এর তরথ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আধার গ্রাহকেরা এখন নতুন আধার অ্যাপ থেকে বায়োমেট্রিক লক ও আনলক করা যাবে। এছাড়াও থাকছে আধার অ্যাপে থাকছে কিউআর কোড স্ক্যানের সুবিধাও। আর বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে আধারের নতুন অ্যাপ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।

Aadhaar New App 2026 Download Link:- Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।