টেক টিপস

ভোটার কার্ড আধার কার্ড লিংক পদ্ধতি অনলাইন ও অফলাইন দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভোটার কার্ড এর সাথে আধার কার্ড লিংক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন প্রত্যেক ভোটারকে তাদের ভোটার কার্ড এর সাথে আধার কার্ড নাম্বার লিংক করিয়ে নিতে হবে। ভোটার কার্ড এর সাথে আধার কার্ড লিংক পদ্ধতি অনেক রয়েছে অনলাইন ও অফলাইন। নিম্নে সমস্ত পদ্ধতি আলোচনা করা হলো, আপনার যেই পদ্ধতি ভালো লাগে সেটি ফলো করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটার কার্ড আধার কার্ড লিংক ভোটার হেল্পলাইন অ্যাপস ( Voter Card Aadhar Card Link Online Voter Helpline App)

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Voter Helpline App টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর Voter Helpline App টিকে ওপেন করুন।
৩) এরপর Voter Registration এ ক্লিক করুন।
৪) এরপর From 6B তে ক্লিক করে মোবাইল দিয়ে লগইন করুন।
৫) পরবর্তী পেজে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৬) এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও সাবমিট করুন।
৭) একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বার দিয়ে আপনি আপনার Status Check করতে পারবেন, Status Of Application এ ক্লিক করে।

Voter Helpline App Download Link:- Download

ভোটার কার্ড আধার কার্ড লিংক ওয়েবসাইট ( Voter Card Aadhaar Card Link NVSP Portal)

১) প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Login/Register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন মোবাইল নাম্বার ও ভোটার কার্ড নাম্বার দিয়ে।
৩) এরপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর Form 6B-Information of Aadhaar Number by Existing Electors/Information of Aadhaar Number by Existing Electors এখানে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে From6B সিলেক্ট করুন।

৬) এরপর আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করুন।
৭) এরপর একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Status Check করে দেখে নিতে পারবেন হয়েছে কি না।

NVSP Portal Link:- Apply

ভোটার কার্ড আধার কার্ড লিংক অফলাইন ফর্ম 6B ( Voter Card Aadhar Card Link Form6B Offline Fill Up)

১) ফর্মটি নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।

২) এরপর প্রথমে ভোটার এর নাম লিখে দিন তারপর বিধানসভা নাম লিখুন, এরপর নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৩) এরপর নিচে ভোটার এর নাম, সিগনেচার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আধার কার্ড এর জেরক্স সহ নিকটবর্তী BLO এর কাছে জমা করে দিন।

Voter Card Aadhar Card Link From 6B Download Link:- Download

ভোটার কার্ড আধার কার্ড লিংক ভোটার পোর্টাল বেটা ( Voter Card Aadhar Card Link Online Voter Portal Beta)

১) প্রথমে আপনাকে Voter Portal Beta এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, লিংক নিচে দেওয়া রয়েছে।

২) এরপর Create an account এ ক্লিক করে মোবাইল নাম্বার ও ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩) এরপর মোবাইল নাম্বার কিংবা ভোটার নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর Aadhar Linking এ ক্লিক করে এগিয়ে যান।
৫) পরবর্তী পেজে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন।
৬) এরপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Next করুন।
৭) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও সাবমিট করুন।
৮) এরপর একটু রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Status Check করতে পারবেন।

Voter Portal Bata Website Link:- Click

ভোটার কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক/ Voter Card Aadhar Card Link Status Check Online:-

১) প্রথমে আপনাকে nvsp এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নিচে রয়েছে Track Application Status এখানে ক্লিক করুন।
৩) এরপর রেফারেন্স নাম্বার ও রাজ্যের নাম সিলেক্ট ও বসিয়ে দিয়ে Track Status এ ক্লিক করুন।

Website Link:- Check

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক 

Related Articles

Back to top button