ভোটার কার্ড আধার কার্ড লিংক হয়েছে কিনা চেক করুন ১ মিনিটে
১ আগস্ট ২০২২ থেকে শুরু হয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড লিংক প্রক্রিয়া। এখন প্রত্যেক ভোটারকে ভোটার কার্ড এর সঙ্গে আধার কার্ড লিংক করতেই হবে।
ভোটার কার্ড আধার কার্ড লিংক প্রক্রিয়া অনলাইন অফলাইন দুটি পদ্ধতি এ রয়েছে। আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ভোটার কার্ড এ আধার কার্ড লিংক করতে পারবেন।
যদি আপনি ভোটার কার্ড এ আধার কার্ড লিংক করে থাকেন তাহলে আপনার ভোটার কার্ড এ আধার কার্ড লিংক হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবেন। দেখুন নিচের কয়েকটি ধাপ ফলো করে…
ভোটার কার্ড আধার কার্ড লিংক কিভাবে করবেনঃ- দেখুন
Voter Card Aadhaar Card Link Status Check Online:-
১) প্রথমে আপনাকে Voter Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) Google এ এসে সার্চ করুন nvsp.in লিখে।
৩) এরপর আপনার সামনে National Voter Service Portal টি চলে আসবে।
৪) এরপর আপনাকে নিচে Application Status এ ক্লিক করতে হবে।
৫) পরবর্তী পেজে আপনি আবেদন করার পর যে রেফারেন্স নাম্বার পেয়েছেন তা বসিয়ে দিয়ে সার্চ করুন।
৬) এরপর নিচে চলে আসবে সমস্ত কিছু। যদি ভোটার কার্ড এ আধার কার্ড লিংক হয়ে থাকে তাহলে স্ট্যাটাস Accepted চলে আসবে।
Voter Card Status Check Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক