Voter Card Correction Online 2026: ভোটার কার্ড ভুল সংশোধন, স্ট্যাটাস চেক ও ডাউনলোড পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার ভোটার কার্ডে যদি নাম, বাবা/স্বামী বা মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ কিংবা বয়স–সংক্রান্ত কোনো ভুল থাকে, তাহলে এখন আর দপ্তরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আপনি এখন বাড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করেই অনলাইনে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়াও ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক কিংবা পরিবর্তনের পাশাপাশি ভোটার কার্ডে থাকা পুরনো বা অস্পষ্ট ছবি পরিবর্তন করে বর্তমানের একটি নতুন কালার পাসপোর্ট সাইজের ফটো আপডেট করে নিতে পারবেন। ভোটার কার্ড সংশোধন হয়ে গেলে নতুন একটি ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, কিভাবে অনলাইনে ভোটার কার্ড সংশোধন (Voter Card Correction Online West Bengal) করবেন, আজকের প্রতিবেদনে তা আমরা ধাপে ধাপে জানিয়ে দিয়েছি।

ভোটার কার্ড সংশোধন অনলাইন পদ্ধতি – Voter Card Correction Online West Bengal 2026 Step By Step

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Sign Up এ ক্লিক করে মোবাইল নম্বর, নাম বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে Log In এ ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বর বসিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।

৩) এরপর হোম পেজে থাকা Correction Of Entries – Fill Form 8 এখানে ক্লিক করুন, এখন যে ব্যক্তির ভোটার কার্ড সংশোধন করতে চাচ্ছেন তাঁর ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।

৪) এরপর সেই ভোটারের তথ্য দেখতে পারবেন, এখন নিচে থাকা Ok বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে Correction Of Entires in Exiting Electoral Roll এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে উক্ত ভোটারের সমস্ত তথ দেখতে পারবেন। এরপর Next এ ক্লিক করে নিচে চলে আসুন। এখন যে যে তথ্য ভোটার কার্ডের সংশোধন করতে চাচ্ছেন, সেই বক্সে টিক মার্ক করে নিচে সঠিক তথ্য উল্লেখ করুন ও একটি নথি লিস্ট থেকে সিলেক্ট করে আপলোড করুন।

৬) এরপর নিচে থাকা Preview & Submit এ ক্লিক করুন ও পরবর্তী পেজে eSign & Submit এ ক্লিক করুন।

৭) এখন আপনার সামনে আধার অথেনটিকেশন পেজ আসবে, এখন ভোটারের আধার কার্ড নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে ও একটি রেফারেন্স নম্বর এর পাশাপাশি Acknowledgement রসিদ পেয়ে যাবেন। যা দিয়ে পরবর্তী আবেদনের স্থিতি (Status) যাচাই করে দেখা যাবে আবেদন এপ্রুভ নাকি পেন্ডিং রয়েছে এখনো। আবেদন হয়ে গেলে আপনি বুথের BLO এর সাথে যোগাযোগ করুন।

Voter Id Card Correction Online West Bengal Link:- Click Now

ভোটার কার্ড সংশোধন স্ট্যাটাস চেক পদ্ধতি – Voter Card Correction Status Check Online

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Track Application Status এ ক্লিক করে, পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া রেফারেন্স নম্বর উল্লেখ করে সার্চ করে দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।

Voter Id Correction Status Check Website Link:- Click Now

ভোটার কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি – e-Epic Voter Id Card Download Online apply West Bengal

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি Voter Service Portal এ আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা E-EPIC Download এ ক্লিক করে পরবর্তী পেজে রেফারেন্স নম্বর কিংবা ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন। এরপর নিচ থেকে আপনার রাজ্য সিলেক্ট করে সার্চ করুন।

৩) এরপর ভোটার কার্ডে যুক্ত মোবাইল নম্বর দেখতে পারবেন, এখন নিচে থাকা Send OTP তে ক্লিক করুন।

৪) আপনার ভোটার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে, এখন OTP উল্লেখ করে Verify করুন। এরপর Download এ ক্লিক করে ভোটার কার্ড ডাউনলোড করে নিন।

e-Epic Download Online Link:- Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।