ভোটার কার্ড ট্রান্সফার বিয়ের পর, অনলাইনে ২ মিনিটে করে ফেলুন
আজকে আমরা দেখে নিবো যে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন(Voter Card Transfer Online)। আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডের বিধানসভা পরিবর্তন করতে পারবেন অনলাইনে মোবাইলে। বিশেষ করে বিবাহিত মহিলাদের ভোটার কার্ড ট্রান্সফার করাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি কাজের তাগিদে যারা নতুন জায়গায় বসবাস করা শুরু করে তারাও ভোটার কার্ড ট্রান্সফার করে থাকে।তাহলে কিভাবে আপনি অনলাইনে ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন। দেখুন… Voter Card Transfer Online West Bengal
১) প্রথমে আপনি প্লে স্টোর থেকে Voter Helpline App টি ডাউনলোড করুন।
২) এরপর ওপেন করে Shifting Outside Assembly / Shifting Within Assembly তে ক্লিক করুন।
৩) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিন ও ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) পরবর্তী পেজে আপনার ভোটার কার্ড নম্বার বসিয়ে দিন।
৫) এরপর আপনি কোন ঠিকানা ও বিধানসভা নতুন করে যোগ করতে চান তা লিখে ফেলুন অনলাইন ফর্মে।এরপর বয়সের প্রমাণ পত্র, ঠিকানার প্রমান পত্র ও ফটো বসিয়ে দিয়ে সাবমিট করতেই সাবমিট হয়ে যাবে।
৬) এরপর আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিবে, সেটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে। Status Of Application এ ক্লিক করে তা চেক করে নিন।
Voter Card Transfer After Marriage Video Link:- Click