Voter Id Correction Online 2025: ভোটার কার্ড সংশোধন অনলাইন নতুন পদ্ধতি, নতুন পোর্টাল, দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটার কার্ডে নাম, বাবা/স্বামীর নাম, ঠিকানা, বয়স কিংবা লিঙ্গ ইত্যাদি ভুল সংশোধন (Voter Card Correction) অনলাইন নতুন পদ্ধতি চালু হয়েছে। এখন থেকে Aadhaar Authentication এর মাধ্যমে ভোটার কার্ডের ভুল সংশোধন করতে হবে। ভোটার কার্ডে নাম, ঠিকানা কিংবা বয়স সংশোধন (Correction) এর পাশাপাশি অনলাইন ভোটার কার্ডে থাকা ফটো ও মোবাইল লিংক কিংবা পরিবর্তন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভোটার কার্ড সংশোধন করার পর, ভোটার তার সংশোধিত ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন থেকেও ভোটার কার্ড ডাউনলোড (Voter Card Download Online West Bengal) করে নিতে পারবেন। ভোটার কার্ড ডাউনলোড করার সময় দরকার পরবে ভোটার কার্ড নাম্বার কিংবা আবেদন করার পর পাওয়া রেফারেন্স নাম্বার।

ভোটার কার্ডে থাকা ভুল কিভাবে ঠিক করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কিভাবে esign সম্পন্ন করে ভোটার কার্ড সংশোধন করবেন – ধাপে ধাপে জেনে নিন আজকের প্রতিবেদনে।

ভোটার কার্ড ভুল সংশোধন অনলাইন নতুন পদ্ধতি ২০২৫ – Voter Id Card Correction Online West Bengal 2025

১) প্রথমে আপনাকে Voter Service Portal এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Sign Up এ ক্লিক করে, মোবাইল নাম্বার উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে Log In এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নাম্বার উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।

৪) এরপর ফর্ম – ৮ (Fill Form 8) এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Self কিংবা Others সিলেক্ট করে Voter Card নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৬) এরপর দেখে নিন ভোটারের ডিটেইলস এরপর OK এ ক্লিক করুন।

৭) এরপর যা যা ভুল রয়েছে, সেই বক্সে টিক মার্ক করুন। এরপর নিচে সঠিক তথ্য উল্লেখ করে দিন।

৮) এরপর সবকিছু সঠিক ভাবে বসিয়ে দিয়ে Verify & Process এ ক্লিক করুন।

৯) পরবর্তী পেজে esign & Submit এ ক্লিক করুন।

১০) এরপর আধার কার্ড নাম্বার উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন। আধার কার্ডে লিংক যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

১১) আবেদন হয়ে গেলে রেফারেন্স নাম্বার ও Acknowledgement স্লিপ চলে আসবে। এরপর আবেদন ফর্ম প্রিন্ট করে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা BLO এর কাছে নথি সহকারে জমা করুন।

ভোটার কার্ড স্ট্যাটাস চেক পদ্ধতি – Voter Card Status Check Online West Bengal 2025

১) প্রথমে আপনাকে Voter Service Portal এ আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Track Application এ ক্লিক করুন ও রেফারেন্স নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৩) এরপর দেখে নিন নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে। আবেদন এপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে সংশোধিত ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার কার্ড অনলাইন ডাউনলোড পদ্ধতি – Voter Card Online Download West Bengal 2025

১) প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর eEpic Download এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ভোটার কার্ড নাম্বার কিংবা রেফারেন্স নাম্বার উল্লেখ করে রাজ্য সিলেক্ট করুন ও ডাউনলোডে ক্লিক করুন।

৪) এরপর OTP ভেরিফাই করে নতুন ভোটার কার্ড ডাউনলোড করে নিন।

ভোটার কার্ড ওয়েবসাইট লিংক / Voter Service Portal Website Link:- Click Now