Old Voter List West Bengal 2002: রাজ্যে প্রকাশিত হয়েছে ২০০২ সালের ভোটার লিস্ট, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আসন্ন ভোটার তালিকা বিশেষ সংশোধন কর্মসূচি-র (SIR) জন্য।
আপনি যদি এখনো ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড না করে থাকেন, তাহলে এখনই ডাউনলোড করুন এবং দেখে নিন ২০০২ সালের ভোটার লিস্টে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অর্থাৎ বাবা কিংবা মায়ের নাম রয়েছে কি না।
দীর্ঘ ২৩ বছর পর আবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি (SIR) শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গে শেষবার এই কর্মসূচি হয়েছিল জানুয়ারি ২০০২ সালে। এই বিশেষ কর্মসূচিতে ভুয়ো ভোটার যাচাইয়ের জন্য ২০০২ সালের ভোটার তালিকা একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হচ্ছে।
যদি আপনার বা পরিবারের বাবা/মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে আলাদা কোনো অতিরিক্ত নথির প্রয়োজন নাও হতে পারে। তাহলে দেখুন আজকের প্রতিবেদনে, কিভাবে ২০০২ সালে ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download) করবেন।
পশ্চিমবঙ্গে আসন্ন Special Intensive Revision (SIR) অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জোরকদমে চলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের ১১টি জেলার মধ্যে থাকা প্রায় ১১০টি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে।
তবে এই প্রক্রিয়ার মধ্যেই সামনে এল এক গুরুত্বপূর্ণ তথ্য — পশ্চিমবঙ্গের দুই জেলার অন্তর্গত চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ‘বিশেষ’ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
এখন সবার মনে একটাই প্রশ্ন — পশ্চিমবঙ্গের যেসব বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কী হবে?
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। কমিশন আশাবাদী, খোঁজ চালিয়ে ওই চারটি কেন্দ্রের তালিকাও পাওয়া যাবে। যদি ২০০২ সালের তালিকা পাওয়া না যায়, তবে বিকল্প হিসেবে ২০০৩ সালের খসড়া (draft) ভোটার তালিকা প্রকাশ করা হবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলির জন্য।
তহলে এখন দেখে নিন ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেনঃ-
Step- 1, সর্বপ্রথম ceowestbengal.nic.in এর অফিসিয়াল পোর্টালে আসুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
Step- 2, এরপর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল পোর্টালে থাকা Electoral Roll of SIR 2002 এ ক্লিক করুন।
Step- 3, এখন আপনার জেলা বেঁছে নিন, তবে বাকি জেলা গুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে।
Step- 4, এরপর বিধানসভা সিলেক্ট করুন ও ভোটগ্রহণ কেন্দ্র বেঁছে নিন। এরপর পাশে থাকা Final Roll লেখার উপরে ক্লিক করুন।
Step-5, Finally আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে চলে আসবে, এখন লিস্ট থেকে খুঁজে নিন নাম।
Voter List Download 2002 West Bengal Link:- Download