Voter SIR West Bengal: আজ রাত থেকে বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকা ফ্রিজ, বিহারের পর বাংলায় SIR শুরু,জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ নির্বাচন কমিশন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গসহ ১১টি রাজ্যে আজ সোমবার রাত ১২ থেকেই শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিহারে সফল ভাবে এসআইআরের কাজ হয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানান দেশের ২৬টা রাজ্যে এসআইআরের (SIR) সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনারদের সাথে আলোচনার পর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।

জ্ঞানেশ কুমার আরও জানান, সোমবার রাত ১২টার পর থেকে ১২টি রাজ্যের যেগুলিতে এসআইআর হবে ভোটার কার্ড সব ফ্রিজ় (শেষ মুহূর্তে ভুয়া ভোটার যোগ বা তালিকায় হেরফের রোধ করার জন্য ফ্রিজ করা) হয়ে যাবে। এরপর মঙ্গলবার থেকেই মাঠপর্যায়ে শুরু হবে SIR-এর কাজ। এই প্রক্রিয়া চলবে আগামী বছরের জানুয়ারি মাসে পর্যন্ত।

আজ থেকে যেসব রাজ্যে এস‌আইআর‌ (SIR) আর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে,
এই রাজ্যগুলো হলো:
১. আন্দামান ও নিকোবর,
২. গোয়া,
৩. পুডুচেরি,
৪. ছত্তিশগড়,
৫. গুজরাট,
৬. কেরালা,
৭. মধ্যপ্রদেশ,
৮. উত্তরপ্রদেশ,
৯. রাজস্থান,
১০.পশ্চিমবঙ্গ,
১১. তামিলনাড়ু,
১২. লাক্ষাদ্বীপ।

মূখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানান, ‘বিহারে সফল ভাবে এসআইআরের কাজ হয়েছে’। এবং বলেন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা। দীর্ঘদিন ধরে তালিকায় মৃত ব্যক্তির নাম, একাধিক স্থানে থাকা নাম কিংবা বিদেশি নাগরিকদের নাম নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব ত্রুটি দূর করতে এবার ২০০২ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার নাম মিলিয়ে দেখা হবে। যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল, তাঁদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। এমনকি যাঁদের বাবা বা মায়ের নাম সেই তালিকায় রয়েছে, তাঁদেরও অতিরিক্ত কাগজ দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ এস‌আইআর হচ্ছে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় রাখা এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া।

জুনে বিহারে বিশেষ নিবিড় সংশোধন শুরু হলে লিস্ট থেকে বাদ পড়ে যায় প্রায় ৪৭ লাখ ভোটার।

এই কাজের জন্য প্রতিটি এলাকায় বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন এবং একই বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন যাতে কেউ বাদ না পড়ে। যাঁরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা অনলাইনেও নিজের নাম যাচাই বা হালনাগাদ করতে পারবেন। এছাড়াও মঙ্গলবার থেকেই বিএলও-দের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটার প্রায় সাত কোটি ২০ লাখ। এর মধ্যে ৫২ শতাংশ ভোটারের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে মেলে, আর বাকি ৪৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৫০ লাখ ভোটার নতুনভাবে যুক্ত হয়েছেন।

এছাড়া নতুন করে ভোটার আবেদনের জন্য ফর্ম -৬ আর পরিবর্তন বা সংশোধনের জন্য ফর্ম -৮ আবেদন করতে হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।