রাজ্যে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। নিয়োগ করা হচ্ছে, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড স্কুলে নন-টিচিং স্টাফ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদ ৮৪৭৭ টি শূন্যপদে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ C (ক্লার্ক) – ২,৯৮৯টি শূন্যপদে ও গ্রুপ D – ৫,৪৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিকেল ৫টা থেকে এবং আবেদন চলবে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে ৩১ আগস্ট ২০২৫ তারিখে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের www.westbengalssc.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বিস্তারিত নোটিশ প্রকাশিত হলেই আমরা Md 360 News পোর্টালে জানিয়ে দিবো। তাই চোখ রাখুন Md 360 News পোর্টালে।