২০২৫ সালের মাধ্যমিক রেজাল্ট: ২০২৫ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ অবশেষে জানা গেলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২রা মে ২০২৫ তারিখে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
প্রথমে সম্ভাবনা ছিল ৩০শে এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের, তবে সরকারি কর্মসূচির জন্য তা পিছিয়ে ২রা মে, নির্ধারণ করা হয়েছে। এই দিন থেকেই পরীক্ষার্থীরা মাধ্যমিক রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। নিচে সমস্ত রেজাল্ট চেক করার লিংক দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, ২রা মে সকাল ৯টায় প্রেস কনফারেন্স করে রেজাল্ট ঘোষণা করা হবে। এরপর শিক্ষার্থীরা নোটিশে উল্লেখিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে সকাল ৯ টা ৪৫মিনিট থেকে তাদের রেজাল্ট চেক করতে পারবেন।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ই ফেব্রুয়ারি, আর পরীক্ষা শেষ হয় ২২শে ফেব্রুয়ারি ২০২৫। মোট পরীক্ষার্থী ছিলো প্রায় ৯,৮৪,৮৯৪ জন৷ আর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিলো ২,৬৮৩টি। কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হয়, মোবাইল ও ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ ছিল।
ফলপ্রকাশে দেরির কারণ কী ছিল?
চলতি বছরের ফলপ্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। ফলে এত বিশাল সংখ্যক খাতা কীভাবে মূল্যায়ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বস্ত করেছিলেন, যথাসময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই পর্ষদ,আজ নোটিশ দিয়ে জানিয়ে দিলো ২রা মে ২০২৫ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।
মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কিভাবে দেখবেন?
২রা মে ২০২৫ মাধ্যমিক রেজাল্ট, সকাল ৯টা বেজে ৪৫মিনিট থেকে অনলাইনে চেক করা যাবে। এর জন্য প্রয়োজন হবে রোল নম্বর ও জন্মতারিখ। নিচে দেওয়া লিংকগুলির মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট চেক লিংক:
https://www.wbbse.wb.gov.in
https://www.results.shiksha
www.result.wbbsedata.com
https://fastresult.in
https://wb10.abplive.com
https://www.indiaresults.com
বিঃদ্রঃ মাধ্যমিক রেজাল্টের দিনে সার্ভার ব্যস্ত থাকতে পারে, তাই বিকল্প লিংক ব্যবহার করেও চেষ্টা করুন ও রেজাল্ট দেখে নিন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা রইল।