WBSSC Form Edit Option: WBSSC আবেদন সংশোধনের নতুন নোটিশ প্রকাশিত,দেখুন বিস্তারিত!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। যে সকল আবেদনকারী সম্প্রতি ফর্ম পূরণের সময় কোনো ভুল তথ্য দিয়েছেন, তারা এবার সেই ভুল তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে। সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো সংশোধনের সুযোগ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ৩০ জুলাই ২০২৫ থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে আবেদনকারীরা নিজেদের ফর্মে ভুল তথ্য সংশোধন করতে পারবেন। নির্ধারিত এই সময়সীমার মধ্যেই সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে।

আজ WBSSC-এর তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনকারীদের ফর্মে থাকা ভুল তথ্য সংশোধন করতে হবে। আবেদনকারীরা তাদের নাম, জন্মতারিখ, লিঙ্গ, এবং ফটো ও সিগনেচার অনলাইনের মাধ্যমে আপডেট বা সংশোধন করতে পারবেন।

WBSSC-এর তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে – সেখানে ক্লাস IX-X স্তরে মোট ২৩,২১২টি শূন্যপদে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। অপরদিকে, ক্লাস XI-XII স্তরে রয়েছে ১২,৫১৪টি শূন্যপদ। আর এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২১ জুলাই ২০২৫ তারিখে।

এছাড়াও, ২৪ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে WBSSC-এর তরফ থেকে পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে।

  • ক্লাস IX-X স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা থেকে।
  • ক্লাস XI-XII স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা থেকে।
  • পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

WBSSC SLST Form Edit Online Step By Step:
১) প্রথমে আপনাকে West Bengal School Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে – Candidate Id, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর Dashboard এ থাকা – Edit Profile vide Notice Memo No: 1433/7016/CSSC/ESTT/2025 Dated: 29.07.2025 – এই লেখার উপরে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Click on the Checkbox to Edit Your Information – এ ক্লিক করুন। এরপর যেসব তথ্য ভুল রয়েছে, তা ঠিক করুন ও সাবমিটে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে Verify এ ক্লিক করলেই সংশোধন হয়ে যাবে।

WBSSC Official Website Link:- Click Now