পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরথ থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো, যাদের ফটো ও সিগনেচার আপলোড করার সময় কিছু ভুল হয়েছে তারা এখন তা সংশোধন বা আপডেট করতে পারবেন। এর পাশাপাশি যারা Category Details অর্থাৎ SC/ST/OBC/GEN/EWS/PH ইত্যাদি ফর্ম পূরণের সময় বসাতে পারননি, তারাও এখন তা আপডেট বা সংশোধন করতে পারবেন। এছাড়াও যাদের সরকারি বা সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে, সেই তথ্য ও আপডেট করতে পারবে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফটো ও সিগনেচার আপডেট করবেন। এর পাশাপাশি কিভাবে ক্যাটাগরি ডিটেইলস আপডেট করতে হবে ও যদি অভিজ্ঞতার তথ্য আপডেট করতে চান (যদি থাকে), তাহলে সেটি কিভাবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি পরিবর্তন হলে কি করতে হবে?
তবে জানিয়ে রাখা ভালো, রাজ্য সরকারের তরফ থেকে OBC-A ও OBC-B ক্যাটাগরি ভিত্তিক নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, সেই নতুন লিস্ট অনুযায়ী আপনাকে OBC-A বা OBC-B ও সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি OBC-A থেকে OBC-B তে কনভার্ট হয়ে থাকে, তাহলে আপনাকে সেই নতুন OBC-B ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপডেট করার সময়। আর যদি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আপনার সার্টিফিকেট যেই ক্যাটাগরির তাই সিলেক্ট করতে হবে।
হাতে লেখা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার বসানো যাবে?
WBSSC SLST Category Update করার সময় আবেদনকারীদের মধ্যে একটি প্রশ্ন? আমার কাছে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ম্যানুয়াল SC/ST/OBC সার্টিফিকেট, এখনি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাইনি, তাহলে আমি সেই হাতে লেখা ম্যানুয়াল নাম্বার বসাবো? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, যাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার নেই, তারা হাতে লেখা সার্টিফিকেট নাম্বারই উল্লেখ করবে।
প্রথমে দেখে নিচ্ছি OBC-A ও OBC-B ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি ভিত্তিক নতুন লিস্ট, নিচে দেওয়া লিস্ট থেকে দেখে নিন আপনার সাব ক্যাটাগরি অনুযায়ী আপনার OBC-A কিংবা OBC-B সার্টিফিকেট পরিবর্তন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনাকে নতুন সেই ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
West Bengal OBC A List 2025 | West Bengal OBC B List 2025 |
---|---|
Kumbhakar | Kapali |
Napit | Baishya Kapali |
Yogi, Nath | Kurmi |
Goal, Gope (Pallav Gope, Ballav Gope, Yadav Gope, Gope, Ahir and Yadav) | Sutradhar |
Satchasi | Karmakar |
Jolah (Ansari-Momin) | Swarnakar |
Tanti, Tantubaya | Tei, Kolu |
Dhania | Moira (Halwai, Modak (Halwai)) |
Keori / Koiri | Banraik |
Nagar | Malakar |
Kahar | Kansari |
Nasya-Shek | Shankari |
Khen (Non-Bania category) | Raju |
Patidar | Sarak |
Sekh/Seikh | Tamoli / Tamali |
Khan (Muslim) | Rowniwar / Rauniyar |
Muslim Molla | Scheduled Castes converts to Christianity and their progeny |
Bhatia Muslim | Fakir, Sain |
Muslim Mandal | Betkar / Bentkar |
Kazi/Kalai(Quazi/Qauzi) [Muslim] | Chitrakar |
Tutia (Muslim) | Bhujel |
Gazi (Muslim), Par (Muslim) | Newar |
Muslim Biswas | Mangar |
Baiddya Muslim | Sapang |
Chasati (Chasa) | Thami |
Gayen (Muslim) | Jogi |
Muslim Piyada | Dhimal |
Dhal (Muslim) | Khandait |
Malita/Mailta/Mailtya (Muslim) | Gangot |
Shah (Shah/Sahaji) | Dhuni |
Muslim Darji/Ostagar/Idrishi | Hele / Haila / Chasi-Kabartta, Jalia-Kabartta |
Muslim Dafadar | Sukli |
Muslim Sardar | Sunuwal |
Sarkar (Muslim) | Dewan |
Mistri (Muslim) | Rai (including Chamia) |
Muslim Sapui/Sapui | Rayeen (Kunjra) |
Paik (Muslim) | Sherpa/Bhadiya |
Akuni/Akan/Akhan (Muslim) | Hajjam (Muslim) |
Mahaldar (Muslim) | Chowdhury (Muslim) |
Goldar/Golder (Muslim) | Hawari, Dhobi (other than those included in the list of Scheduled Castes) |
Mali Muslim | Pahadia Muslim |
Beldar (Muslim) | Karani |
Dhabak (Muslim) | Bungchheng |
Kayal (Muslim) | Kosta / Koshta |
Khansama | Turha |
Layek (Muslim) | Bhar |
Naiya (Muslim) | Kasai |
Siuli (Muslim) | Bansi Barman |
Majhi | Nembang |
Lakhera / Lahera | |
Mallick | |
Khas | |
Gurung | |
Midde | |
Basi/Bosni (Muslim) | |
Bhangi (Muslim) | |
Muslim Laskar | |
Bairag/Baishnab | |
Muslim Jamadar | |
Khotta Muslim | |
Dalai (Muslim) | |
Muslim Rajmistr, Raj (Muslim) | |
Purkait (Muslim) | |
Tarafdar (Muslim) | |
Gharami (Muslim) | |
Kan (Muslim) | |
Muslim ChutorMistri | |
Dewan (Muslim) | |
Bayen (Muslim) | |
Khondekar/Khonkar (Muslim) | |
Halsana (Muslim) | |
Sepai (Muslim) | |
Abdal (Muslim) | |
Bepari / Byapari (Muslim) | |
Bhuiya / Bhuniya (Muslim) | |
Chowdhury (Chowdhuri) (Muslim) | |
Daptari (Muslim) | |
Dhuke (Muslim) | |
Hazari (Muslim) | |
Kalwar | |
Mali, Faraji (Muslim) | |
Muchi / Chamara (Muslim) | |
Mukri / Mufti (Muslim) | |
Muslim Barui / Baruil | |
Nikari (Muslim) | |
Pakhi (Muslim) | |
Muslim Penchi | |
Shikari / Sikari (Muslim) | |
Sadogope / Sadhu | |
Nepal Brahman |
আপনি চাইলে আপনার হাতে লেখা SC/ST/OBC সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন, আপনার সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেটে পরিবর্তন হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার উল্লেখ করুন, আর যদি না হয়ে থাকে! তাহলে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে।
কিভাবে পুরনো SC/ST/OBC সার্টিফিকেট নাম্বার দিয়ে ডিজিটাল SC/ST/OBC সার্টিফিকেট নাম্বার বের করবেন?
১) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর SC/ST/OBC তে ক্লিক করুন। এরপর Check Certificate এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Old Certificate নাম্বার ও সার্টিফিকেট ইসু তারিখ (সার্টিফিকেটে রয়েছে) দেখে দেখে উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৪) আপনি এছাড়াও আপনার নাম ও সার্টিফিকেট ইসু তারিখ উল্লেখ করেও সার্চ করতে পারবেন।
৫) এরপর যদি ডিজিটাল ল সার্টিফিকেট ইসু হয় নিচে নাম্বার ও নতুন ইসু তারিখ দেখতে পারবেন। এখন থেকে সেই ডিজিটাল নাম্বার ও ইসু তারিখ যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
SC/ST/OBC Digital Certificate Number Check Online Link:- Click
SLST Photo And Signature Edit. SLST Edit Option 2025. WBSSC Edit Option. WBSSC ফটো ও সিগনেচার অনলাইন আপডেট পদ্ধতিঃ-
১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Apply Now/Log In এ ক্লিক করে Candidate Id, Register Mobile Number ও Password উল্লেখ করে লগইন করতে হবে
৩) এরপর Dashboard এর নিচের দিকে থাকা Edit Profile এ ক্লিক করুন।
৪) এরপর Re-Upload Photo With Signature এ ক্লিক করে ফটো ও সিগনেচার একসাথে তৈরি করা আপলোড করুন।
৫) ফটো ও সিগনেচার 60KB এর মধ্যে JPG ফাইলে কালার ফটো হতে হবে ও সিগনেচার কালো কালার বল পেন্ট দিয়ে করতে হবে। ফটো ও সিগনেচার এর ফাইল নাম আবেদনকারীর নামে থাকতে হবে।
৬) এরপর ফটো ও সিগনেচার একসাথে আপলোড করলেই ফটো আপডেট হয়ে যাবে।
WBSSC SLST Photo And Signature Edit Option Online Link:- Click
WBSSC Category Edit 2025. SLST Category Update. SLST OBC Edit. SLST Edit Option 2025. WBSSC SLST কাস্ট সার্টিফিকেট ডিটেইলস আপডেট পদ্ধতিঃ-
১) প্রথমে আপনাকে West Bengal School Service Commission এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর Log In/ Apply Now এ ক্লিক করে Candidate Id, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করতে হবে।
৩) এরপর Dashboard এর নিচে থাকা Edit Category তে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Update Category Details বক্সে টিক মার্ক দিন।
৫) এরপর নিচে আপনার ক্যাটাগরি (GEN/SC/ST/OBC/EWS/PH) সিলেক্ট করুন ও সার্টিফিকেট নাম্বার ও সাব কাস্ট সিলেক্ট করে সাবমিট করুন।
৬) রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করলেই ক্যাটাগরি আপডেট হয়ে যাবে।
৭) এরপর Application Form টি Dashboard থেকে Download করে দেখে নিন, ক্যাটাগরি আপডেট হয়েছে কিনা।
WBSSC SLST Category Edit 2025 Option Online Apply Link:- Click
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফটো ও সিগনেচার আপডেট বা সংশোধন করা যাবে আগামী ১২ই আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। অপরদিকে নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও আপডেট করা যাবে। এছাড়াও ক্যটাগরি ডিটেইলসও আপডেট করা যাবে ১২ ই আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। আরও বিশদে জানতে WBSSC এর অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখুন।
WBSSC Website Link:- Click