হাইকোর্টের নির্দেশে WBSSC প্রকাশ করল ৫৪ পৃষ্ঠার ‘দাগি শিক্ষক’ লিস্ট – দেখুন আপনার নাম আছে কি না!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দাগিরা কোনওভাবেই চাকরির সুযোগ না পায় তারজন্য সম্প্রতি বৃহস্পতিবার হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দেন দাগিদের‌ তালিকা প্রকাশ করার কথা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর‌ইমধ্যে হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বৃহস্পতিবার প্রকাশ করল ২০১৬ সালের দাগি শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা। ৫৪ পেজের এই পিডিএফ তালিকায় মোট ১,৮০৬ জন প্রার্থীর নাম রয়েছে।

প্রতিটি প্রার্থীর জন্মতারিখ, শিক্ষকতার বিষয় এবং অভিভাবকের নাম উল্লেখ করেছে। এবং পাশাপাশি রোল নম্বরও এই তালিকার মাধ্যমে সামনে আনেন স্কুল সার্ভিস কমিশন।

এই তালিকা প্রকাশের আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে জানায়, আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে শেষ করা রাজ্য সরকারের অঙ্গীকার।

তিনি বলেন,

আদালত এসএসসি কে যা নির্দেশ দিচ্ছে, কমিশন তা‌ অক্ষরে অক্ষরে পালন করছে। এবং আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর। এছাড়া শিক্ষা মন্ত্রী বসু জানায়, কোনো যোগ্য প্রার্থীর কোনওভাবেই ক্ষতি হতে দিব না।

শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ‌ও দিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। বর্তমানে এসএসসিতে একাদশ-দ্বাদশ শ্রেণির ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, এরপর শুরু হবে নবম-দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই পরিস্থিতিতে পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে!

আরও পড়ুনঃ WBSSC-কে OMR শিট প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট

উল্লেখযোগ্য,২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা নতুন করে নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও বিচারপতি অমৃতা সিনহা আজ বৃহস্পতিবার তলব করেছেন। এদিন বিচারপতি সিনহা জানান সেই তালিকাও খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আপলোড করার কথা।

WBSSC Tainted Candidate PDF List Download Link:- Download Now