WBSSC Tainted Candidates List PDF Download: অযোগ্য’ দের তালিকা প্রকাশ এসএসসির, ডাউনলোড করে নাম দেখুন!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকে এই প্রবন্ধে আলোচনা করবো কী কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায়।

কাদের নাম আছে এই বাতিল লিস্টে?

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা দুর্নীতির অভিযোগে ‘দাগি’ বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, কেবল তাঁদেরই নাম রয়েছে এই বাতিল তালিকায়।

এই প্রার্থীরা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি ফর্ম পূরণ করা বা অ্যাডমিট কার্ড হাতে পাওয়া থাকলেও তাঁদের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতির কারণে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল এতে এক ধাক্কায় চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী।

WBSSC TAINTED CANDIDATES LIST

হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও এসএসসি প্রার্থীরা। তবে যোগ্য ও অযোগ্য আলাদা করার সুযোগ না থাকায় গত ৩ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই শিক্ষক নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য আবারও সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

তাঁদের যুক্তি ছিল, একসঙ্গে সব শিক্ষককে স্কুল থেকে সরিয়ে দিলে শিক্ষাব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অন্তত চলতি শিক্ষাবর্ষে তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক।

সুপ্রিম কোর্ট জানায়, যাঁদের অযোগ্য ঘোষণা করা হয়নি, তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন।

তবে গত ১৯ আগস্ট আদালত প্রায় ২০০টি পুনর্বিবেচনা রায় আবেদন খারিজ করে দেয়। বিচারপতিরা বলেন, নিয়োগ পরীক্ষার আসল ওএমআর শিট মেলেনি। সিবিআই ও কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগামী ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির (SSC ) নিয়োগ পরীক্ষা আছে।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। আদালতের ওই নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।

এরপর চাকরি বাতিল প্রার্থীরা বারবার দাবি তুলেছিলেন, অযোগ্যদের নাম প্রকাশ না হলে কারা যোগ্য আর কারা অযোগ্য, তা বোঝা যাবে না।

আদালতের নির্দেশ মেনে শনিবার রাতে তালিকা প্রকাশ করেছে এসএসসি। কমিশনের ওয়েবসাইটে বাতিল প্রার্থীদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছে।

তবে এই তালিকায় কেবল ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। ফলে আরও তালিকা প্রকাশ করা হতে পারে কি না, তা নিয়েও এরিমধ্যে জল্পনা তৈরি হয়েছে।

WBSSC Tainted Candidate List PDF Download / WBSSC অযোগ্য’ দের নামের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দেখুনঃ

১) প্রথমে আপনাকে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সরাসরি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।


২) এরপর Notice dated 30.08.2025 in connection with order of the Hon’ble Supreme Court in SLP (C) 23784/2025 এই লেখার নিচে থাকা Click here to view the notice এ ক্লিক করুন।
৩) আপনার সমানে অযোগ্য প্রার্থীদের নামের লিস্ট চলে আসবে। এরপর Download করে নিন নাম।
৪) এছাড়াও নিচের লিংকে ক্লিক করে নামের লিস্ট ডাউনলোড করতে পারবেন।
৫) লিস্ট Download করার পর নাম ও রোল নম্বর দেখতে পারবেন।

WBSSC Tainted Candidates List Pdf Download: Download Now

Related News