West Bengal 1961 Voter List Download Online: বর্তমান দিনে পুরাতন ভোটার লিস্টের গুরুত্ব অপরিসীম। কারণ এই পুরাতন ভোটার লিস্ট ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করতে পারে! অনেক সময় সরকারি নথি বা নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে পূর্বপুরুষদের নাম থাকা পুরনো ভোটার লিস্ট বড় ভূমিকা রাখতে পারে। এখন খুব সহজেই এক ক্লিকে ১৯৬১ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করা সম্ভব। এই তালিকা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার পূর্বপুরুষদের নাম সেই সময়ের ১৯৬১ সালের ভোটার তালিকায় ছিল কিনা।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ১৯৫২ থেকে ১৯৭১ সালের পুরাতন ভোটার লিস্ট (Old voter list West Bengal 1952 to 1971) প্রকাশ করা হয়েছে অনেক আগেই, তাদের নির্দিষ্ট পোর্টালে। এর আগের প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম, আপনি কিভাবে ১৯৫২ সালের এবং ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। আপনি চাইলে সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা দেখাবো, কিভাবে আপনি সহজেই ১৯৬১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, এই প্রতিবেদনের মধ্যে ১৯৫২ সালের ও ১৯৭১ সালের ভোটার পুরনো ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্ক-ও দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার্থে সরাসরি ডাউনলোড লিংক জেলা ভিত্তিক দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।
কিভাবে ডাউনলোড করবেন ১৯৬১ সালের ভোটার লিস্ট?
আপনি সহজেই মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে ১৯৬১ সালের পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, আজকের প্রতিবেদনের মধ্যে থাকা লিংক থেকে। এছাড়াও আপনি চাইলে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল থেকেও পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
West Bengal Old Voter List 1952: পশ্চিমবঙ্গে ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন!
পশ্চিমবঙ্গের পুরনো ১৯৬১ সালের ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি স্টপে বাই স্টেপঃ-
১️) প্রথমে নিচে দেওয়া তালিকা থেকে আপনার জেলার নাম নির্বাচন করুন (১৯৬১ সালে পশ্চিমবঙ্গে যে সকল জেলা ছিল, সেই সব জেলার নাম এখানে দেওয়া হয়েছে)।
২️) এরপর আপনার মোবাইল বা কম্পিউটারে Google Drive ওপেন হবে, কারণ পুরাতন ভোটার লিস্টগুলো ড্রাইভে আপলোড রয়েছে। সেখানে Gmail অ্যাকাউন্ট সিলেক্ট করে ওপেন করুন।
৩️) এখন আপনার বিধানসভার নাম বেছে নিন এবং সেটির উপরে ক্লিক করুন।
৪️) আপনার সামনে ১৯৬১ সালের ভোটার লিস্ট চলে আসবে। এখন এটি ডাউনলোড করে দেখে নিন আপনার পূর্বপুরুষদের নাম তালিকায় আছে কিনা।
পশ্চিমবঙ্গের ১৯৬১ সালের ভোটার লিস্ট ডাউনলোড
ক্রমিক | জেলার নাম | সাল | ডাউনলোড লিংক |
---|---|---|---|
1 | বাঁকুড়া | 1961 | ডাউনলোড করুন |
2 | বীরভূম | 1961 | ডাউনলোড করুন |
3 | কোচবিহার | 1961 | ডাউনলোড করুন |
4 | বর্ধমান | 1961 | ডাউনলোড করুন |
5 | হুগলি | 1961 | ডাউনলোড করুন |
6 | দার্জিলিং | 1966 | ডাউনলোড করুন |
7 | জলপাইগুড়ি | 1961 | ডাউনলোড করুন |
8 | হাওড়া | 1961 | ডাউনলোড করুন |
9 | কলকাতা | 1961 | ডাউনলোড করুন |
10 | মালদা | 1961 | ডাউনলোড করুন |
11 | মেদিনীপুর | 1961 | ডাউনলোড করুন |
12 | মুর্শিদাবাদ | 1961 | ডাউনলোড করুন |
13 | নদীয়া | 1961 | ডাউনলোড করুন |
14 | পুরুলিয়া | 1961 | ডাউনলোড করুন |
15 | দিনাজপুর | 1961 | ডাউনলোড করুন |
16 | ২৪ পরগনা | 1961 | ডাউনলোড করুন |