West Bengal 2002 Voter List Download: পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড নতুন পোর্টাল থেকে

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার এসআইআর (Voter SIR) এর গণনা ফর্ম পূরণের কাজ। প্রতিটি ভোটারের এই ফর্ম পূরণ করতে হবে। যদি কোনো ভোটার SIR ফর্ম পূরণ করে জমা না করে থাকেন, তাহলে তার নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে শেষবারের মতো ২০০২ সালে ভোটার এসআইআর হয়েছে। নির্বাচন কমিশন তাই শেষ ভোটার SIR ২০০২ সালের লিস্ট অনুযায়ী ২০২৬ এর ভোটার এসআইআর এর কাজ করছেন। ২০০২ সালের ভোটার লিস্টে (2002 Voter List West Bengal) নাম থাকলে, সেই ভোটারদের আর অতিরিক্ত কোনো নথি দেখাতে হবে না।

২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম কিংবা বাবা / মায়ের নাম অথবা ঠাকুমা / ঠাকুরদার নাম থাকলেও দিতে নাও হতে পারে অতিরিক্ত কোনো নথি। এছাড়াও দাদু কিংবা দিদিমার নাম থাকলেও সেই তথ্য দিয়ে ভোটার এসআইআর এর ফর্ম পূরণ করতে পারবেন ভোটারেরা। ২০২৫ সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে, প্রত্যেক ভোটারের বাড়িতে এই Voter Enumeration ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে BLO এর দ্বারা।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করবেন। আপনি সহজেই পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল নতুন পোর্টাল থেকে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download) করতে পারবেন। এরপর ডাউনলোড করে দেখে নিন, আপনার কিংবা পরিবারের বাকি ভোটারের নাম রয়েছে কিনা লিস্টে।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম নিচে উল্লেখিতে জেলা থেকে আপনার জেলা বেঁছে নিন। এরপর ভোটার কোন বিধানসভা ও তার অন্তর্গত ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তা খুঁজে নিন। এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা Final Roll এ ক্লিক করুন ও ক্যাপচার কোড উল্লেখ করে Verify করতেই ভোটার লিস্ট আপনার সামনে চলে আসবে।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –

ক্রমিক নংজেলার নামডাউনলোড লিংক
বাঁকুড়া ভোটার লিস্ট ডাউনলোড Download
বীরভূম ভোটার লিস্ট ডাউনলোড Download
কোচবিহার ভোটার লিস্ট ডাউনলোড Download
দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড Download
দার্জিলিং ভোটার লিস্ট ডাউনলোড Download
হুগলি ভোটার লিস্ট ডাউনলোড Download
হাওড়া ভোটার লিস্ট ডাউনলোড Download
জলপাইগুড়ি ভোটার লিস্ট ডাউনলোড Download
ঝাড়গ্রাম ভোটার লিস্ট ডাউনলোড Download
১০কলকাতা উত্তর ভোটার লিস্ট ডাউনলোড Download
১১মালদা ভোটার লিস্ট ডাউনলোড Download
১২মুর্শিদাবাদ ভোটার লিস্ট ডাউনলোড Download
১৩নদীয়া ভোটার লিস্ট ডাউনলোড Download
১৪উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড Download
১৫পূর্ব বর্ধমান ভোটার লিস্ট ডাউনলোড Download
১৬পূর্ব মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড Download
১৭পশ্চিম মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড Download
১৮পুরুলিয়া ভোটার লিস্ট ডাউনলোড Download
১৯উত্তর দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড Download
২০দক্ষিণ দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড Download
২১কলকাতা দক্ষিণ ভোটার লিস্ট ডাউনলোড Download