Job Fair 2025 West Bengal : রাজ্যে চাকরির মেলা, Ambuja Foundation Mega Job Fair 2025 অনলাইন রেজিষ্ট্রেশন পদ্ধতি?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বেকার ছেলে মেয়েদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। রাজ্যে শুরু হচ্ছে আবারও চাকরির মেলা (Mega Job Fair 2025)। এই চাকরির মেলায় অংশগ্রহণ করে সহজেই চাকরি পেতে পারেন আপনিও। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এই চাকরির মেলায় অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে চাকরি পেতে পারেন আপনিও।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই চাকরির মেলা থেকে, বেকার এবং উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীরা সহজেই একটি নামী কোম্পানিতে সেরা চাকরি পেতে পারেন। আর তার জন্য অবশ্যই আপনাকে এই চাকরির মেলায় অংশগ্রহণ করতে হবে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন চাকরির মেলায় অংশগ্রহণ করার জন্য ও কি কি নথি লাগবে? কোথায় অনুষ্ঠিত হতে চলছে এই মেগা জব ফেয়ারটি।

চাকরির মেলায় যেসমস্ত কোম্পানি অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের মধ্যে কিছু হলো, Mahindra, TVS, mPokket, YAMAHA, EICHER, i process, Fusion, HONDA, Genius, Skyknit, CIEL থেকে শুরু করে আরও বিভিন্ন কোম্পানি। এই সমস্ত কোম্পানিতে চাকরির করার এক সুবর্ণ সুযোগ আপনার কাছে।

এই মেগা জব ফেয়ারের আয়োজন করেছে অম্বুজা ফাউন্ডেশন (AMBUJA CEMENT FOUNDATION)। এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে Employment Bank এর অফিসিয়াল পোর্টালে। চাকরির মেলায় প্রায় ৫০০ টি শূন্যপদে কিংবা তার বেশি আসন সংখ্যায় কর্মী নিয়োগ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

চাকরি মেলায় অংশগ্রহণ করার আগে অবশ্যই আপনাকে এখানে রেজিষ্ট্রেশন করতে হবে। এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ০১/০১/২০২৫ তারিখের নিরিখে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ। এর পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ইত্যাদি সমস্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

চাকরির মেলায় ২০২৫ (Job Fair 2025 West Bengal) অংশগ্রহণ করার আগে, অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে, অম্বুজা ফাউন্ডেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিতে একটি QR Code দেওয়া হয়েছে, যা স্ক্যান করে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

Ambuja Foundation Job Fair 2025 Registration Process:-

১) প্রথমে আপনাকে বিজ্ঞপ্তিতে থাকা QR Code টি Scan করে, রেজিষ্ট্রেশন পেজে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি রেজিষ্ট্রেশন পেজে আসতে পারবেন।

২) এরপর আপনি কত তারিখে ফর্মটি ফিলাপ করছেন, তা সিলেক্ট করুন।
৩) নিচে আপনার নাম, জন্ম তারিখ ও লিঙ্গ উল্লেখ করুন।
৪) এরপর আপনি কিরকম চাকরি করতে ইচ্ছুক তা সিলেক্ট করুন ও আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন।
৫) এরপর নিচের ধাপে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন ও আপনার ঠিকানা উল্লেখ করে সাবমিট করতেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে।

আরও পড়ুনঃ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি ২০২৫, মাসিক বেতন ১৬ হাজার টাকা!

বিঃদ্রঃ আবেদন করতে কোনোরকম সমস্যা হলে কিংবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করুন, এই নাম্বারে ✆ 7980720868,9836447552,9334634741

আপনি যদি এই চাকরির মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। আর চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলছে – Netaji Sangha Play Ground, Panchla More,Howrah, 711322 এই ঠিকানায়। তারিখ ২২/০২/২০২৫ সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

West Bengal Ambuja Cement Foundation Mega Job Fair 2025 Notification:- Download Now

West Bengal Ambuja Job Fair 2025 Online Registration Link:- Apply Now

আরও নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল WhatsApp ChannelTelegram Channel এ জয়েন্ট করুন।

Related News