West Bengal ASD Draft Roll PDF Download : খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ গেলো, ভোট কেন্দ্র ভিত্তিক PDF লিস্ট প্রকাশ করলো কমিশন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

খসড়া ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ গেল? জেলা ভিত্তিক সম্পূর্ণ লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে খসড়া ভোটার তালিকা থেকে যেসব ভোটারের নাম বাদ গিয়েছে, তার জেলা ভিত্তিক সম্পূর্ণ লিস্ট প্রকাশ করা হয়েছে। ভোটাররা চাইলে জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক অথবা ভোটার কার্ড নম্বর ব্যবহার করে খুব সহজেই চেক করে দেখতে পারবেন – খসড়া ভোটার লিস্ট থেকে কার কার নাম বাদ পড়েছে।

এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানাবো, কিভাবে অনলাইনে নিজের নাম বা অন্য কোনো ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেলো কিনা চেক করবেন। আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়েই জানতে পারবেন আপনার ভোট কেন্দ্রের কতজন ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেলো।

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসার (BLO) ও বুথ লেভেল এজেন্ট (BLA)-এর সঙ্গে পরামর্শ করেই খসড়া ভোটার তালিকা থেকে যেসব ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের জেলা ও বিধানসভা ভিত্তিক বাতিল ভোটারদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা ১৬/১২/২০২৫ থেকে ১৫/০১/২০২৬ তারিখের মধ্যে দাবি ও আপত্তি জানাতে পারবেন।

এছাড়াও, খসড়া ভোটার তালিকা ২০২৬ প্রকাশের পর, বঞ্চিত বা খসড়া তালিকা থেকে বাতিল ব্যক্তিরা ঘোষণাপত্র ও উপযুক্ত নথিপত্রসহ ফর্ম–৬ পূরণ করে তাদের দাবি জমা দিতে পারবেন।

কিভাবে চেক করবেন আপনার নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে নাকি বাতিল হয়েছে?

১) সর্বপ্রথম নিচে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা খুঁজে নিন।

২) এরপর জেলার পাশে থাকা ডাউনলোড (Download PDF) এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার আপনার ভোটার কার্ড নম্বর উল্লেখ করে চেক করুন। অথবা Download ASD (Absentee, Shifted ও Dead voters) List এ ক্লিক করুন।

৪) এরপর আপনার জেলা বেঁছে নিন ও বিধানসভা সিলেক্ট করুন। এখন উক্ত বিধানসভার সকল ভোট কেন্দ্র দেখতে পারবেন। আপনার ভোট কেন্দ্র খুঁজে নিয়ে Download এ ক্লিক করুন।

৫) আপনার ভোট কেন্দ্রের কতজন ভোটারের নাম বাঁদ গেলো সকল ভোটারের নাম দেখতে পারবেন ও কেন নাম বাতিল হয়েছে তার কারন নামের পাশে দেখতে পারবেন।

খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ গেলো জেলা ও বিধানসভা ও ভোট কেন্দ্র ভিত্তিক লিস্ট PDF ডাউনলোড করুন –

SL জেলার নাম বাতিল ভোটার লিস্ট
1 COOCH BEHAR বাতিল ভোটার লিস্ট দেখুন
2 ALIPURDUAR বাতিল ভোটার লিস্ট দেখুন
3 JALPAIGURI বাতিল ভোটার লিস্ট দেখুন
4 KALIMPONG বাতিল ভোটার লিস্ট দেখুন
5 DARJEELING বাতিল ভোটার লিস্ট দেখুন
6 UTTAR DINAJPUR বাতিল ভোটার লিস্ট দেখুন
7 DAKHSIN DINAJPUR বাতিল ভোটার লিস্ট দেখুন
8 MALDA বাতিল ভোটার লিস্ট দেখুন
9 MURSHIDABAD বাতিল ভোটার লিস্ট দেখুন
10 NADIA বাতিল ভোটার লিস্ট দেখুন
11 NORTH 24 PARGANAS বাতিল ভোটার লিস্ট দেখুন
12 SOUTH 24 PARGANAS বাতিল ভোটার লিস্ট দেখুন
13 KOLKATA SOUTH বাতিল ভোটার লিস্ট দেখুন
14 KOLKATA NORTH বাতিল ভোটার লিস্ট দেখুন
15 HOWRAH বাতিল ভোটার লিস্ট দেখুন
16 HOOGHLY বাতিল ভোটার লিস্ট দেখুন
17 PURBO MEDINIPUR বাতিল ভোটার লিস্ট দেখুন
18 PASCHIM MEDINIPUR বাতিল ভোটার লিস্ট দেখুন
19 JHARGRAM বাতিল ভোটার লিস্ট দেখুন
20 PURULIA বাতিল ভোটার লিস্ট দেখুন
21 BANKURA বাতিল ভোটার লিস্ট দেখুন
22 PURBA BARDHAMAN বাতিল ভোটার লিস্ট দেখুন
23 PASCHIM BARDHAMAN বাতিল ভোটার লিস্ট দেখুন
24 BIRBHUM বাতিল ভোটার লিস্ট দেখুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।