রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে আরও আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক এলাকায় এই আশা কর্মী নিয়োগ করা হবে। Purba Medinipur District Asha Karmi Recruitment Notification 2021. নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– আশা কর্মী।
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ বা ফেল।
বয়সঃ– বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী।
ডকুমেন্টসঃ–
১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র লাগবে।
২) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড)।
৩) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড)।
৪) বিবাহিতা/ বিধবা প্রমাণপত্র। বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যেকোনো সরকারি পরিচয় প্রমাণপত্র (যেমন- বিবাহ নিবন্ধন শংসাপত্র/ আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)। বিধবা দের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র। বিবাহ-বিচ্ছিন্না দের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র।
৫) আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। আবেদন ফর্ম ফিলাপ করে নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে ২৪/১২/২০২১ বিকেল ৫ টার মধ্যে। এছাড়াও স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমেও পাঠানো যাবে আবেদন ফর্ম। উক্ত পদে কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।এবং আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Application Form Download Link:-
Kolaghat Sub- Division: Click
Egra Sub- Division: Click
Tamluk Sub- Division: Click
Contai Sub- Division: Click
Chandipur Block: Click
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হন,লিংক 👇