চাকরি

মাধ্যমিক পাশে রাজ্যে আশা কর্মী নিয়োগ 2024, আবেদন পদ্ধতি দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আশা কর্মী নিয়োগের আরও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নোটিশ প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের Office Of The Sub – Divisional Officer এর অফিস থেকে। আশা কর্মী পদে আবেদন করতে পারবেন শুধু মাত্র যোগ্য মহিলা প্রার্থীরাই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই আশা কর্মী পদের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। বিবাহিত / বিধবা এবং বিবাহ বিছিন্না মহিলারা আবেদনের যোগ্য। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন এই পদে, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে বেতন রয়েছে এবং আবেদন কতদিন পর্যন্ত চলবে?

আশাকর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে 01/01/2024 তারিখ অনুযায়ী হিসেব করে 30 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা 22 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। বয়সের প্রমাণ পত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট এর জেরক্স জমা করতে হবে।

আশাকর্মী পদে বেতন কত টাকা দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন কর্মরত আশা কর্মীরা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।

আশাকর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার নাম্বার বিবেচনা হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি রয়েছে আশা কর্মী পদে অফলাইনে রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে। এরজন্য আবেদন পত্র সহ সংশ্লিষ্ট নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে 30/08/2024 তারিখের মধ্যে। সম্ভবত 25/09/2024 ও 26/09/2024 তারিখের আশা কর্মী পদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে পারে। আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন ও পোর্টাল ফলো করুন।

West Bengal Asha Karmi Recruitment Notification 2024: Download

Firdousi Begam

বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।

Related Articles

Back to top button