রাজ্যে স্কুলে সহকারী শিক্ষক ও নন টিচিং স্টাফ (গ্রুপ ডি,ক্লার্ক) পদে নিয়োগ – পরীক্ষা ছাড়াই! দেখুন আবেদন পদ্ধতি

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের জেলা সমাজকল্যাণ কর্মকর্তার দপ্তর (District Welfare Officer) থেকে গ্রুপ ডি, ক্লার্ক সহ শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে Ekalavya Model Residential school এ শিক্ষক ও নন টিচিং স্টাফ পদে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর — বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে পারবেন। বেশ কিছু পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, লিখিত পরীক্ষা ছাড়াই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন, অষ্টম শ্রেণি পাশে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশে কোন পদে আবেদন করা যাবে, স্নাতক পাশ সহ স্নাতকোত্তর যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? পাশাপাশি আবেদন করার জন্য যোগ্যতা, কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন, আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড।

শিক্ষাগত যোগ্যতাঃ– ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ।

বেতনঃ– ক্লার্ক পদে মাসিক বেতন ১৩ হাজার ৫০০ টাকা, পিওন ও কুক পদে অর্থাৎ গ্রুপ ডি পদে মাসিক বেতন ১২ হাজার টাকা। অন্যদিকে হেল্পার, সুইপার ও নাইট গার্ড পদে মাসিক বেতন ৮৩৮০ টাকা করে।

পদের নামঃ– Matron ও সুপারিনটেনডেন্ট (Superintendent)।

শিক্ষাগত যোগ্যতাঃ– ম্যাট্রন ও সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ।

বেতনঃ– ম্যাট্রন ও সুপারিনটেনডেন্ট পদে মাসিক বেতন থাকবে ১৩ হাজার ৫০০ টাকা করে।

পদের নামঃ– সহকারী শিক্ষক (Assistant Teacher-PGT)। বিষয়- বাংলা, ইংরেজি, ইতিহাস, অঙ্ক ও জীববিজ্ঞান।

শিক্ষাগত যোগ্যতাঃ– সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে ও বি.এড ডিগ্রি।

বেতনঃ– সহকারী শিক্ষক পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে ১৮ হাজার টাকা করে।

পদের নামঃ– টিচার ইন চার্জ (Teacher in Charge)।

শিক্ষাগত যোগ্যতাঃ– Teacher in Charge পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ও বি.এড ডিগ্রি।

মাসিক বেতনঃ– Teacher in Charge পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ২৩ হাজার টাকা করে।

বয়সঃ– Teacher in Charge পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ বছর বয়স থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। আর বাকি সকল পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ও বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখের নিরিখে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন অফলাইনে। এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করতে হবে, এরপর উপযুক্ত নথি সহকারে – Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribat Developmento Puruliao PIN-723101 – এই ঠিকানায় জমা করতে পারবেন ও পোস্ট অফিসের মাধ্যমেও জমা করতে পারবেন ১৮/০৯/২০২৫ তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখুন। 

প্রার্থী বাছাইঃ– সহকারী শিক্ষক ও Teacher in Charge পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও পিওন, কুক, হেল্পার, সুইপার ও নাইট গার্ড পদেও প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। আর অন্যদিকে ম্যাট্রন, সুপারিনটেনডেন্ট ও ক্লার্ক পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার সময়সূচি থেকে শুরু করে বিস্তারিত আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

West Bengal Assistant Teacher & Non Teaching Post Recruitment Notification 2025: Download 

Application From Teaching Staff : Download 

Application From Non Teaching Staff: Download 

Related News