Bangla Sahayata Kendra Job Vacancy 2025: বাংলা সহয়তা কেন্দ্রে (BSK Job 2025) নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করার। বাংলা সহায়তা কেন্দ্র (BSK) হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বা প্রকল্প। যার মাধ্যমে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ জনগণের কাছে সরকারি পরিষেবা খুব সহজে ও বিনামূল্যে পৌঁছে দিয়ে থাকে।
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিনামূল্যে সরকারি পরিষেবা প্রদানের জন্য রাজ্য জুড়ে 3561টি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) প্রতিষ্ঠা করেছে। বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ BSK সেন্টার গুলি জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা কর্মকর্তা, ব্লক উন্নয়ন কর্মকর্তা, গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার এবং সমস্ত নগর স্থানীয় সংস্থার (ULB) অফিসে বর্তমান অবস্থিত।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল ও অ্যাডমিনিস্ট্রেটিভ রেফর্মস ডিপার্টমেন্ট থেকে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন উল্লেখ রয়েছে বিস্তারিত।
আগ্রহী ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে (PMU)। আর প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে। তবে কাজের পারফর্মেন্সের উপর ভিত্তি করে কাজের মেয়াদ বৃদ্ধিও হতে পারে। এখানে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে সিনিয়র সফটওয়্যার পার্সোনেল (Senior Software Personnel) পদে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীকে। আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ 55 বছর বয়সের মধ্যে, এর বেশি বয়স হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত নন।
সিনিয়র সফটওয়্যার কর্মী পদে আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে – MCA (মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন), B.Tech (ব্যাচেলর অব টেকনোলজি) অথবা M.Tech (মাস্টার অব টেকনোলজি) ডিগ্রি থাকতে হবে যে কোনও সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।
এর পাশাপাশি Senior Software Personnel পদে আবেদন করার জন্য, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যা হলো – সরকার থেকে সাধারণ নাগরিকদের (G2C) জন্য পরিষেবা প্রদানকারী সংস্থায় অথবা সরকারি সংস্থা (Public Sector Undertakings) বা আধা-সরকারি সংস্থা (Semi-Government) অথবা স্বশাসিত সংস্থা/ আইনি সংস্থা (Statutory/Autonomous Organizations) অথবা বড় কর্পোরেট সংস্থায় (Corporates) কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সিনিয়র সফটওয়্যার কর্মী পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://www.bskpmurecruitment.com/ এই পোর্টালে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 20/03/2025 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থীকে .NET, MSSQL Server, PLSQL, JavaScript, PHP, MYSQL এর কাজের দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদনের যোগ্য।
West Bengal Bangla Sahayata Kendra Recruitment Notification 2025:– Download
Bangla Sahayata Kendra Senior Software Personnel Job 2025 Online Apply Link:- Apply Now