জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড নতুন পদ্ধতি চালু দেখুন!
জন্ম সার্টিফিকেট আবেদন করুন এখন অনলাইনে বাড়িতে বসে। আর যেতে হবে না অফিসে! এখন বাড়িতে বসে অনলাইনে আবেদন করুন জন্ম সার্টিফিকেট। রাজ্য সরকার চালু করেছে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন এর পোর্টাল।
জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে এখন আপনি জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে জন্ম মৃত্যু পোর্টাল থেকে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড করবেন।
জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি / Birth Certificate Online Apply West Bengal 2024
১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Citizen Service এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Birth এ ক্লিক করে Apply For New Registration এ ক্লিক করুন।
৪) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৬) এরপর আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন,সেই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।
Birth Certificate Application Status Check Online / Birth Certificate Status Check Online
১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন।
৩) এরপর Track Application এ ক্লিক করে Acknowledgement number ও জন্ম তারিখ উল্লেখ করে সাবমিট করে আবেদনের Status চেক করে দেখে নিন।
৪) আবেদন এপ্রুভ হয়ে গেলে Birth Certificate Online Download করে নিন।
Birth Certificate Online Download West Bengal / West Bengal Birth Certificate Online Download
১) জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন।
৩) এরপর Download Certificate এ ক্লিক করে Acknowledgement/Certificate No উল্লেখ করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
Birth Certificate Online Apply Link:- Apply
Birth Certificate Status Check Online:- Apply
Birth Certificate Online Download: Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now