Birth Certificate: জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জন্ম সার্টিফিকেট (Birth Certificate) হলে একটি সরকারি নথি। জন্ম সার্টিফিকেট আমাদের বিভিন্ন কাজে দরকার পরে – স্কুল/কলেজে ভর্তি থেকে শুরু করে দেশ-বিদেশে ভ্রমণ করার জন্য পাসপোর্ট(Passport) তৈরি করতে। এছাড়াও উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার জন্য বা বিয়ের রেজিষ্ট্রেশন করার সময় ইত্যাদি এরকম নানান কাজে দরকার পরে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখন সহজেই অনলাইনে বানিয়ে নিন জন্ম সার্টিফিকেট (Birth Certificate Online Apply)। জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পাশাপাশি, অনলাইন থেকে স্ট্যাটাস চেক, অনলাইন সার্টিফিকেট ডাউনলোড (Birth Certificate Download) সবকিছু সহজেই করতে পারবেন। আজকের প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে।

ভারতের প্রত্যেক নাগরিকের কাছে জন্ম সার্টিফিকেট থাকা প্রয়োজন। কেননা, জন্ম সার্টিফিকেটের মধ্যে, শিশুর নাম, ঠিকানা, পিতা – মাতার নাম, জন্মের তারিখ ইত্যাদি বিস্তারিত উল্লেখ করা থাকে। যার ফলে জন্ম সার্টিফিকেট ভবিষ্যতে বিভিন্ন কাজে দরকার পরে।

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতিঃ- জন্ম সার্টিফিকেট এখন সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় শিশুর তথ, ঠিকানা, বাবা মায়ের তথ্য উল্লেখ করে আবেদন করতে হবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো –

১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকেও ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Citizen Service এর ক্লিক করুন।

৩) এরপর Birth এ ক্লিক করে Apply For New Registration এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।

৫) আপনার সামনে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে।

৬) এরপর সঠিক ভাবে সমস্ত কিছু উল্লেখ করুন ও সাবমিট করুন।

৭) আবেদন ফর্ম সাবমিট করতেই, আপনার সামনে Acknowledgement নাম্বার চলে আসবে, তা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন।

জন্ম সার্টিফিকেট স্ট্যাটাস চেকঃ– জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন সম্পন্ন হয়ে গেলে, সহজেই চেক করে দেখে নিতে পারবেন আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ রয়েছে। কিভাবে চেক করবেন দেখে নিন –

১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকেও ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর সিটিজেন সার্ভিসে ক্লিক করুন।

৩) এরপর Birth এ ক্লিক করে Track Application এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আবেদন করার সময় পাওয়া Acknowledgement Number ও জন্ম তারিখ উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।

৫) আপনার সামনে আবেদনের সমস্ত তথ্য চলে আসবে, সেখানে দেখতে পারবেন আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।

জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোডঃ– জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন হয়ে গেলে কয়েকদিন পর স্ট্যাটাস চেক করুন। যখন আপনার সার্টিফিকেট এপ্রুভ হয়ে যাবে, এরপর সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করুন। কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন –

১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসুন।

২) এরপর Citizen Services এ ক্লিক করুন।

৩) এরপর Birth এ ক্লিক করে Download Certificate এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে Acknowledgement/Certificate No উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন ডাউনলোড করুন।

জন্ম সার্টিফিকেট Acknowledgement /Certificate No কিভাবে বের করবেনঃ– জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করেছেন। কিন্তু Acknowledgement নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার হারিয়ে গেছে, তাহলে নিচের কয়েকটি ধাপ ফলো করে সার্টিফিকেট নাম্বার ও Acknowledgement No বের করে, উপরের পদ্ধতি ফলো করে সার্টিফিকেট ডাউনলোড করুন –

১) প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে গিয়ে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Citizen Service এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Birth এ ক্লিক করে Know Your Acknowledgement/Certificate No এ ক্লিক করুন।

৪) এরপর একটি ফর্ম আসবে তা ফিলাপ করুন – প্রথমে শিশুর জন্মের সাল ও মাস উল্লেখ করুন। এরপর শিশুর নাম, বাবার নাম ও মায়ের নামের প্রথম তিনটি অক্ষর লিখুন।

৫) সবকিছু সঠিকভাবে উল্লেখ করে নিচে থাকা সার্চে ক্লিক করুন।

৬) এরপর দেখে নিন নাম, ঠিকানা, Acknowledgement No, Certificate নং ও মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা ইত্যাদি তথ্য।

৭) এখান থেকে সার্টিফিকেট নং কিংবা Acknowledgement No সংগ্রহ করে উপরে দেখানো সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি ফলো করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করুন।

জন্ম সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ ক্লিক

Birth Certificate Online Apply & Download Link:- Click Now

Birth Certificate Status Check Link:- Click