রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়াই ভূমি অফিসে কর্মী নিয়োগ 2024! ক্লার্ক পদে,বেতন ও আবেদন পদ্ধতি দেখুন?

Firdousi Begam
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসারের অফিস থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে Clerk এবং Draftsman পদে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Clerk এবং Draftsman পদে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এই পদে, দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে এবং শেষ তারিখ ও ইন্টারভিউ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Clerk এবং Draftsman পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স থাকতে হবে, সর্বোচ্চ 64 বছর বয়সের মধ্যে। প্রার্থীদের বয়স হিসেব করা হবে 01/07/2024 তারিখ অনুযায়ী।

Clerk পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 10 হাজার টাকা করে। আর Draftsman পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 12 হাজার টাকা করে।

নিয়োগ করা হবে এই পদ দুটিতে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। এছাড়াও Clerk এবং Draftsman পদে আবেদন করার জন্য কোনরকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে শুধুমাত্র অবসর প্রাপ্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন।

আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য বিজ্ঞপ্তির শেষের পেজে থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করুন। এরপর উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করুন 10/07/2024 তারিখের মধ্যে এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 12/07/2024 তারিখে।

West Bengal Clerk & Draftsman Recruitment Notification 2024:- Download