WB College Admission 2025: ১ আগস্ট থেকে ক্লাস শুরু,ভর্তি কবে,মেরিট লিস্ট কবে,শেষ তারিখ -জানিয়ে দিলো উচ্চশিক্ষা দপ্তর!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য সুখবর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১৮ জুন থেকে। আর গতবারের মতো এবারও Centralized Admission Portal থেকে College Admission 2025 এর আবেদন জানানো যাবে। কলেজের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১৭ই জুন Centralized Admission Portal আনুষ্ঠানিক ভাবে চালু করবেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম ধাপে কলেজের ভর্তির ফর্ম ফিলাপ চলবে ১ জুলাই পর্যন্ত।

কলেজে ভর্তি থেকে শুরু করে, মেরিট লিস্ট ও ক্লাস সম্পূর্ণ তালিকা প্রকাশ করলো উচ্চ শিক্ষা দপ্তর। একনজরে দেখে নিন…

তারিখ ইভেন্ট / কার্যক্রম
১৭ জুন ২০২৫ কলেজের ভর্তি পোর্টাল চালু হবে (২০২৫-২৬), বিকেল ২টায়।
১৮ জুন (বিকেল ২টা) – ১ জুলাই ২০২৫ অনলাইন ফর্ম ফিলাপ চলবে।
৬ জুলাই ২০২৫ কলেজ ও কোর্স অনুযায়ী মেধাতালিকা ও সিট বরাদ্দ প্রকাশিত হবে।
৬ – ১২ জুলাই ২০২৫ সিট বরাদ্দ অনুযায়ী কলেজ ভর্তি চলবে (Phase 1)।
১৭ জুলাই ২০২৫ আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্সভিত্তিক সিট বরাদ্দ প্রকাশিত হবে।
১৭ – ২০ জুলাই ২০২৫ আপগ্রেড রাউন্ডে সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে।
২৪ – ৩১ জুলাই ২০২৫ ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নথি সহকারে উপস্থিত থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে।
১ আগস্ট ২০২৫ কলেজের নতুন শিক্ষাবর্ষের(২০২৫-২৬) ক্লাস শুরু।
২ আগস্ট ২০২৫ প্রথম দফার ভর্তি শেষে, রাজ্যের কলেজে যেখানে করে আসন ফাঁকা আছে, সেই তালিকা প্রকাশ হবে।
২ – ১১ আগস্ট ২০২৫ মপ-আপ ফেজে আবেদন (নতুন, বাতিল বা ভর্তি না হওয়া প্রার্থীদের জন্য) শুরু হবে।
১৪ আগস্ট ২০২৫ মেধাতালিকা ও সিট বরাদ্দ তালিকা প্রকাশ।
১৪ – ১৭ আগস্ট ২০২৫ সিট বরাদ্দ অনুযায়ী ভর্তি চলবে।
২১ আগস্ট ২০২৫ আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্সভিত্তিক সিট বরাদ্দ (ফেজ-২)।
২১ – ২৪ আগস্ট ২০২৫ আপগ্রেড রাউন্ডে ভর্তি (ফেজ-২) চলবে।
২৮ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫ মপ-আপ রাউন্ডের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ও ক্লাস শুরু।

কলেজে ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে, দেখে নিন একনজরে…

  1. মাধ্যমিকের মার্কশিট – PDF, ২ MB-এর মধ্যে,
  2. উচ্চমাধ্যমিকের মার্কশিট – PDF, ২ MB-এর মধ্যে,
  3. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC/EWS) – থাকলে দিতে হবে, PDF, ২ MB-এর মধ্যে,
  4. প্রতিবন্ধকতার সার্টিফিকেট (PWD) – যদি থাকে তাহলে PDF, ২ MB-এর মধ্যে,
  5. পরিচয়পত্র (আধার/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট) – PDF, ২ MB-এর মধ্যে,
  6. বাংলা শিক্ষা ID – (যদি থাকে) লাগবে,
  7. জন্মের প্রমাণ (মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট) – PDF, ২ MB-এর মধ্যে,
  8. আবেদনকারীর রঙিন ছবি – JPG/JPEG/PNG, ২ MB-এর মধ্যে,
  9. আবেদনকারীর স্বাক্ষর – JPG/JPEG/PNG, ১ MB-এর মধ্যে,
  10. নিজের বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড লাগবে,
  11. ব্যাঙ্ক ডকুমেন্ট (চেক/পাসবই/স্টেটমেন্টের ছবি) – JPG/JPEG/PNG, ২ MB-এর মধ্যে থাকতে হবে।

কলেজে ভর্তির অনলাইন আবেদন পদ্ধতি (West Bengal College Admission Online Apply 2025)

১) প্রথমে আপনাকে Centralized Admission Portal এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর Register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) এরপর লগইন করে, কোন কলেজে আবেদন করতে চান, তা সিলেক্ট করে আবেদন করতে হবে।

৪) একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২৫ টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

৫) WBCAP পোর্টালে আবেদনে জন্য কোনো আবেদন ফি লাগবে না, এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও অনলাইন আবেদন করতে পারবে শিক্ষার্থীরা বিনামূল্যে।

West Bengal College Admission Online Apply Link 2025: Centralized Admission Portal

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।