West Bengal DEO Job 2025: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি 2025 – বেতন,যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্যে সুখবর।রাজ্যে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ভাবে ডাটা এন্ট্রি অপেরটর পদে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, Office Of The District Magistrate এর অফিস থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী ও যোগ্য প্রার্থীকে মিড ডে মিল(MDM) বিভাগে ডাটা এন্ট্রি অপেরটর পদে নিয়োগ করা হচ্ছে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে? আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি বিস্তারিত তথ্য।

পদের নামঃ নিয়োগ করা হচ্ছে, Data Entry Operator ( DEO)।

মাসিক বেতনঃ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন রয়েছে ১৬ হাজার টাকা করে।

বয়স সীমাঃ ডাটা এন্ট্রি অপেরটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে। এছাড়া OBC প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন এবং SC/ST প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। প্রার্থীদের বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ২১ হাজারেরও বেশি শূন্যপদে চাকরি ২০২৫,দেখুন!

শিক্ষাগত যোগ্যতাঃ ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক পাশ। এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ও যেকোনো রকম ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করুন। এরপর উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করুন।

আরও পড়ুনঃ রাজ্যে চাকরির মেলা ২০২৫, ইন্টারভিউ দিয়ে কোম্পানিতে চাকরি দেখুন!

ডকুমেন্টসঃ– ডাটা এন্ট্রি অপেরটর পদে আবেদন করার জন্য যেসমস্ত নথি লাগবে, তা হলো-

  •  বয়সের প্রমাণ পত্র।
  •  শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
  •  ঠিকানার প্রমাণ পত্র হিসাবে – আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথি লাগবে।
  •  ১ কোপি পাসপোর্ট সাইজের কালার ফটো।
  •  কম্পিউটার সার্টিফিকেট।
  •  অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন পত্র জমা করার ঠিকানাঃ Mid-Day-Meal (PM POSHAN) Section, Office of the District Magistrate, Cooch Behar।

নির্বাচন প্রক্রিয়াঃ ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী বাছাই করা হবে কয়েকটি ধাপে। প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হবে ৭০ নাম্বারে মধ্যে। এরপর কম্পিউটার টেস্ট হবে ২০ নাম্বারের মধ্যে ও সর্বশেষ ১০ নাম্বারের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর নাম্বারে ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।

লিখিত পরীক্ষার সিলেবাসঃ– লিখিত পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। নিম্নলিখিত বিষয়গুলির উপর প্রশ্ন থাকবে – ইংরেজি (১৫ নাম্বর), পুষ্টি, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং শিশু কল্যাণ (২৫ নাম্বর), গণিত (১৫ নাম্বর) এবং সাধারণ শিক্ষা (১৫ নম্বর)।

আবেদনের শেষ তারিখঃ ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে।

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখঃ– ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা হতে পারে ০৯/০৩/২০২৫ তারিখে। তবে অবশ্যই প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন পরীক্ষা ও এডমিট কার্ড সংক্রান্ত সমস্ত আপডেট জানার জন্য।

West Bengal Data Entry Operator Recruitment Notification 2025: Download 

Official Website Link: Click 

আরও নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল WhatsApp ChannelTelegram Channel এ জয়েন্ট করুন।