খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিভিন্ন জেলার অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হচ্ছে – কাদের নাম বাদ পড়তে চলেছে ভোটার তালিকা থেকে তার প্রাথমিক তালিকা। এখন ভোটাররা ঘরে বসেই সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে গিয়ে বিধানসভা ভিত্তিক বাদ পড়া নামের তালিকা (Delete Voter Name List PDF) দেখে নিতে পারবেন। ফলে খসড়া তালিকা প্রকাশের দিন অপেক্ষা না করেই, আগে থেকেই জানা সম্ভব হচ্ছে আপনার বা আপনার পরিবারের কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে কি না।
১৬ই ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের খসড়া ভোটার (Draft Roll PDF 2025 West Bengal) তালিকা প্রকাশ করা হবে। আর তার আগেই পশ্চিমবঙ্গের প্রায় জেলার অফিসিয়াল পোর্টালে একে একে সেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নাম আপলোড করা হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের আগে কোন কোন ভোটারের নাম বাদ পড়েছে তা এখনই অনলাইনে বাড়িতে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়েই দেখে নিতে পারবেন।
খসড়া ভোটার তালিকা (West Bengal PDF Draft Roll 2025 Download) থেকে যেসকল ভোটারের নাম বাদ গেছে, তাদের নামের লিস্ট প্রকাশের পাশাপাশি কেন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই কারণও প্রতিটি নামের পাশে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখুন, কিভাবে আপনি অনলাইনে নিজের বা পরিবারের কারো নাম বাদ গেছে কি না, তা চেক করবেন।
উল্লেখ্য, আগামী ৪ঠা নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভোটার এসআইআর অর্থাৎ গণনা ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। কমিশন আগামী ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট (West Bengal Voter List PDF Download) প্রকাশ করবেন। যদি কোনো ভোটারের নাম সেই খসড়া তালিকায় না থাকে, তাহলে কেন বাদ গিয়েছে তার কারণ সহ আলাদা লিস্ট ও প্রকাশ করবেন কমিশন। এরপর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি জানতে পারবেন ভোটাররা।
আপনার জেলার অন্তর্গত বিধানসভার কাদের নাম বাদ গেলো খসড়া ভোটার তালিকা থেকে। এর পাশাপাশি কেন বাদ গিয়েছে ভোটারদের নাম, সেই লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে আপনার জেলার অফিসিয়াল পোর্টালে আসতে। এছাড়াও নিচে উল্লেখিত জেলার পাশে থাকা ডাউনলোড (PDF Voter List Download) অপশনে ক্লিক করেও ডাউনলোড করে দেখে নিতে পারবেন। মনে রাখবেন বাতিল ভোটার লিস্ট গুলো Google Drive এর মধ্যে আপলোড থাকায়, লিস্ট দেখার সময় আপনাকে জিমেইল সিলেক্ট করে ওপেন করতে হবে।
| ক্রমিক নং | জেলার নাম | বাতিল ভোটার লিস্ট |
|---|---|---|
| ১ | কোচবিহার (Cooch Behar) | ডাউনলোড |
| ২ | আলিপুরদুয়ার (Alipurduar) | ডাউনলোড |
| ৩ | জলপাইগুড়ি (Jalpaiguri) | ডাউনলোড |
| ৪ | দার্জিলিং (Darjeeling) | ডাউনলোড |
| ৫ | কালিম্পং (Kalimpong) | ডাউনলোড |
| ৬ | উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) | ডাউনলোড |
| ৭ | দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) | ডাউনলোড |
| ৮ | মালদা (Malda) | ডাউনলোড |
| ৯ | বীরভূম (Birbhum) | ডাউনলোড |
| ১০ | মুর্শিদাবাদ (Murshidabad) | ডাউনলোড |
| ১১ | নদীয়া (Nadia) | ডাউনলোড |
| ১২ | উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) | ডাউনলোড |
| ১৩ | দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) | ডাউনলোড |
| ১৪ | কলকাতা (Kolkata) | ডাউনলোড |
| ১৫ | হাওড়া (Howrah) | ডাউনলোড |
| ১৬ | হুগলি (Hooghly) | ডাউনলোড |
| ১৭ | পূর্ব বর্ধমান (Purba Bardhaman) | ডাউনলোড |
| ১৮ | পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) | ডাউনলোড |
| ১৯ | বাঁকুড়া (Bankura) | ডাউনলোড |
| ২০ | পুরুলিয়া (Purulia) | ডাউনলোড |
| ২১ | পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) | ডাউনলোড |
| ২২ | পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) | ডাউনলোড |
| ২৩ | ঝাড়গ্রাম (Jhargram) | ডাউনলোড |
নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য ভোটার এসআইআর এর মাধ্যম স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ। যেসকল ভোটারের একের অধিক ভোটার কার্ড রয়েছে, তাদের একটি ভোটার কার্ড বাতিল। এছাড়াও মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার ও ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়াই হলো Voter SIR এর মুখ্য উদ্দেশ্য।


