ট্রেন্ডিং খবর

পশ্চিমবঙ্গের কোন কোন জেলা কনটেইনমেন্ট জোনের আওতায় দেখুন,কড়াকড়ি লকডাউন আরও! District Wise Containment Zone West Bengal. wb.gov.in

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

সারা দেশ জুড়ে যখন করোনা বেড়েই চলেছিল তখন কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার লকডাউনের পথে হেঁটেছিল।যদিও এখন আগের থেকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্ন মুখী। তাই এখন আর আগের মতো সাপ্তাহিক লকডাউন না করে বেশ কিছু কাজে ছাড় দিয়ে করোনার বিধিনিষেধ আরোপ করেছেন রাজ্য সরকার। সেই বিধিনিষেধে কি কি চালু থাকবে ও খোলা থাকবে তা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকার এটাও জানিয়ে দিয়েছেন যে,যে সমস্ত জেলায় আক্রান্তের সংখ্যা একটু বেশি সেই সমস্ত জেলায় প্রশাসন মাইক্রো কনটেইনমেন্ট জোন বা কনটেইন্টমেন্ট জোন করে লকডাউন চালু করতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন প্রশ্ন হলো কিভাবে আপনি দেখে নিবেন যে আপনার জেলা কনটেইনমেন্ট জোনের মধ্যে রয়েছে কি না।পাশাপাশি আপনার জেলার কোন কোন অংশ কনটেন্টমেন্ট জোনের আওতায় রয়েছে,দেখে নিন খুব সহজে…

১) প্রথমে রাজ্য সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে আসুন। ওয়েবসাইট লিংকঃ- https://wb.gov.in/
২) এরপর পোর্টালে District Wise Containment Zone নামে একটি লেখা আপডাউন করবে দেখা যাবে উপরেরই।
৩) District Wise Containment Zone এ ক্লিক করুন।
৪) কোন কোন জেলা বর্তমানে Containment Zone বা Micro Containment Zone এর আওতায় রেয়েছে,সেই সমস্ত জেলার নাম দেখা যাবে।
৫) এরপর আপনার জেলার নাম খুঁজে নিন, জেলার পাশে Pdf এর মতে একটি Logo রয়েছে সেখানে ক্লিক করে লিস্ট দি ডাউনলোড করে নিন।
৬) এরপর দেখুন সেই জেলার কোন কোন Block/Municipality এর কোন কোন জায়গা গুলো Containment Zone এর আওতায় রয়েছে।

Related Articles

Back to top button