Local Residence (Domicile) Certificate Online Apply West Bengal: স্কুল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চাওয়া হয় ডমিসাইল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট। এছাড়াও অনেক সময় চাকরিতে রাজ্য বা জেলা ভিত্তিক নিয়োগের সময় প্রয়োজন পরে Domicile Certificate এর।
স্থানীয় বাসিন্দা (Domicile) সার্টিফিকেট প্রমাণ করে যে, আপনি নির্দিষ্ট রাজ্য বা জেলার স্থায়ী বাসিন্দা। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির ক্ষেত্রে ছাড়াও, বিভিন্ন সরকারী স্কলারশিপ বা আর্থিক সাহায্য পেতে গেলে Domicile Certificate এর দরকার পরে। এছাড়াও বাসস্থান বা জমি সম্পর্কিত সরকারি সুবিধা পেতে ডমিসাইল সার্টিফিকেটের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এরকম নানান কাজে দরকার পরে এই Local Residence (Domicile) Certificate এর।
এখন আপনি সহজেই বাড়িতে বসে Local Residence (Domicile) Certificate Online Apply করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে West Bengal Local Residence (Domicile) Certificate অনলাইন আবেদন করবেন। কি কি ডকুমেন্টস লাগবে ও কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন।
Local Residence (Domicile) Certificate West Bengal Documents
Local Residence (Domicile) Certificate অনলাইন আবেদন করার সময়, যে সমস্ত নথি দরকার পরবে ও আপলোড করতে হবে তা হলো –
1) পাসপোর্ট সাইজের কালার ফটো,
2) জন্মের প্রমাণ পত্র,
3) বসবাসের প্রমাণপত্র,
4) পরিচয় পত্র,
5) আধার কার্ড ইত্যাদি নথি।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি ২০২৫
West Bengal Domicile Certificate Online Apply 2025
West Bengal Domicile Certificate Online Form Fill Up 2025 কিভাবে করবেন, নিচের ধাপ গুলো ফলো করুন –
1) প্রথমে আপনাকে e District পোর্টালে আসতে হবে।
2) এরপর Log In / Sign Up এ ক্লিক করে আইডি বসিয়ে দিয়ে লগইন করুন। নতুন হলে নিচে রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
3) এরপর Menu> Service > Certificate এ ক্লিক করে Local Residence (Domicile) Certificate এ ক্লিক করুন।
4) পরবর্তী পেজে দেখতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগে আবেদনের জন্য। এরপর নিচে থাকা Accept এ ক্লিক করুন।
5) এরপর প্রথমত Applicants Basic Information – নাম, লিঙ্গ, বয়স, মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও আধার কার্ড নাম্বার উল্লেখ করুন।
6) এরপর Applicants Permanent Address উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।
7) পরবর্তী পেজে আবেদনকারীর Present Address ও বাব বা স্বামীর তথ্য উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।
8) এরপর পরবর্তী পেজে Applicant এর জন্মের স্থান ও শিক্ষাগত তথ্য উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।
9) এরপর কতদিন ধরে পশ্চিমবঙ্গের বসবাস করছেন ও কোন জেলায় ইত্যাদি তথ্য উল্লেখ করে সাবমিট করুন ও ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
10) এরপর e District পোর্টালের Dashboard এ দেখতে পারবেন আবেদনের স্থিতি, আবেদন এপ্রুভ হলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
West Bengal Domicile Certificate Online Apply e District Portal Link:- Apply